শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে অনুসরণ করতে চায় পাকিস্তান: শিক্ষামন্ত্রী

যাযাদি রিপোটর্
  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব নেয়ার পর বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশটির শিক্ষাব্যবস্থা সুইডেনের মানে উন্নীত করবেন। তার এ পরিকল্পনার জবাবে পাকিস্তানের বিশেষজ্ঞরা ইমরান খানকে বলেছেন, ৫ বছর নয় প্রয়োজনে ১০ বছর সময় নিন, শিক্ষাব্যবস্থাকে বাংলাদেশের মানে উন্নীত করুন’।

শুক্রবার সকালে ঢাকা রিপোটার্সর্ ইউনিটিতে (ডিআরইউ) কৃতী শিক্ষাথীের্দর সংবধর্না ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিআরইউর সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সাটিির্ফকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক স্কুল সাটিির্ফকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীণর্ হয়েছে তাদের প্রতি বছরের মতো এবারও সংবধর্না দেয়া হয়। সংবধর্না অনুষ্ঠানটি ডিআরইউ’র গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নিবার্হী কমর্কতার্ মো. গোলাম ফারুক বিশেষ অতিথি ছিলেন।

এবার এসএসসি পরীক্ষায় জিপিও-৫ পেয়ে উত্তীণর্ ১৭ জন এবং এইচএসসিতে উত্তীণর্ ৬ জনকে সংবধর্না দেয়া হয়। প্রতি শিক্ষাথীের্ক একটি ক্রেস্ট, একটি সনদ এবং দুই হাজার করে টাকা দেয়া হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসজিডি) ৪ নম্বর ধারা অনুযায়ী শিক্ষারমানের প্রতি সরকারের মনোযোগ রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বতর্মান এবং আগামী দিনের প্রজন্মকে মানসম্মত শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই বতর্মান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য’।

শিক্ষাব্যবস্থায় কোনো ভুল বা ত্রæটি থাকলে তা ধরিয়ে দেয়ার আহŸান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভুল হলে বলবেন, আমরা তা স্বাগত জানাই। কেননা আমরা মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়তে চাই। আমরা এগিয়ে যেতে চাই, তাই সবার সহযোগিতা প্রয়োজন।’

‘আমি প্রাথর্না করি যে, বতর্মান এবং আগামী প্রজন্ম আরও বড় হোক, আমাদের ছাড়িয়ে যাক’।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন, কল্যাণসম্পাদক কাওসার আযম, ক্রীড়া সম্পাদক আরাফত দাড়িয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12587 and publish = 1 order by id desc limit 3' at line 1