শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কড়াইল বস্তিতে ৩০০ পুলিশের অভিযান ২০০ ইয়াবা উদ্ধার

যাযাদি রিপোটর্
  ২৯ জুন ২০১৮, ০০:০০

‘মাদকের আখড়া’ বলে পরিচিত বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। দুই ঘণ্টার এ অভিযানে ৩০০ পুলিশ সদস্য অংশ নিয়েছে। এ অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার ও ১৫ জনকে আটকের কথা বলেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ বলেন, কড়াইল বস্তিতে দুই ঘণ্টার অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এতে পঁাচজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আছেন। এই অভিযানে ২০০টি ইয়াবা উদ্ধার হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুসারে, বনানীর কড়াইল বস্তি রাজধানীর অন্যতম আলোচিত ‘মাদকের আখড়া’। এখানে মাদক ব্যবসায়ীরা নিয়মিত মাদক বিক্রি করে থাকেন।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করে পুলিশ। রাত ৮টা থেকে ১০টা পযর্ন্ত কলাবাগান থানার পান্থপথ, কঁাঠালবাগান, গ্রিন রোডের আশপাশ ও পান্থকুঞ্জ এলাকার আশপাশে প্রায় ৫০০ পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে