logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ৩১ জুলাই ২০২০, ০০:০০  

জেলের জালে ৮শ কেজির মাছ!

জেলের জালে ৮শ কেজির মাছ!
চিলশঙ্কর মাছ
ভারতের দিঘার মোহনায় বিশালাকার একটি মাছ জেলেদের জালে ধরা পড়েছে। গত সোমবার সকালে জেলেদের জালে উঠে আসে চিলশঙ্কর মাছটি। এটির ওজন প্রায় ৭৮০ কিলোগ্রাম। মাছটি প্রায় আট ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া।

দিঘার কাছে উদয়পুর সৈকতে মাছটি ধরা পড়ে। সেই মাছটিকে স্থানীয় বাজারে নিয়ে আসার পর তা নিয়ে রীতিমতো উৎসাহ পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

মাছটি স্পর্শ করতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। মাছের ছবি-ভিডিও করতে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাজারে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই বিশালাকার মাছটি।

পশ্চিমবঙ্গের মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের ডিরেক্টর পিনাকী রঞ্জন কর বলেছেন, এ বিশালকার মাছটি জালে উঠতেই চমকে যান মৎস্যজীবীরা। এটির ওজন প্রায় ৮শ কিলোগ্রাম। আগে বিশালাকার মাছ ধরলেও এটিই সবচেয়ে বড়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে