বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় ফরিদপুর আওয়ামী লীগ নেতা লোকমানের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  ১১ জুলাই ২০২০, ০০:০০
আপডেট  : ১১ জুলাই ২০২০, ১০:০৯
লোকমান হোসেন মৃধা

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন মৃধা (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। লোকমান হোসেন ফরিদপুর শহরের টেপাখোলা গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বর্ষীয়ান এই নেতা। লোকমান হোসেনের ব্যক্তিগত সহকারী রেজাউল করিম জানান, লোকমান মৃধা শ্বাসকষ্ট অনুভব করলে গত ২১ জুন ভোরে তাকে ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৩ জুন তার করোনা শনাক্ত হয়। ২৫ জুন তাকে ঢাকায় নেওয়া হয়। লোকমান হোসেনের পৈতৃক বাড়ি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের আসিরউদ্দিন মুন্সীর ডাঙ্গী (ছোনের ট্যাক) গ্রামে। তবে পাশের নর্থ চ্যানেল ইউনিয়নেও তার একটি বাড়ি আছে। নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, লোকমান হোসেনের অন্তিম ইচ্ছা অনুযায়ী ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের আসিরউদ্দিন মুন্সীর ডাঙ্গী গ্রামে মা ও বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ জানান, দুপুর দুটার দিকে জুমা নামাজের পর লোকমান হোসেনের মরদেহ নিয়ে গাড়ি ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা। ফরিদপুরে পৌঁছানোর পর জেলা পরিষদের সামনে তার মরদেহ কিছু সময়ের জন্য আনা হবে। সেখানে আওয়ামী লীগের নেতারা তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। লোকমান হোসেনের মৃতু্যতে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউলস্নাহ ও আবদুর রহমান, ফরিদপুর-৩ সদর আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন এবং ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী শোক প্রকাশ করেছেন। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে