logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  যাযাদি ডেস্ক   ০৫ জুন ২০২০, ০০:০০  

সুস্থ হওয়ার ৩৬ দিন পর চিকিৎসক ফের করোনা আক্রান্ত

কক্সবাজারের টেকনাফে করোনামুক্ত এক নারী চিকিৎসক ৩৬ দিন পর আবারও সংক্রমিত হয়েছেন। এ ছাড়া আরও একজন চিকিৎসক ও তার ভাইয়ের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল।

পুনরায় সংক্রমিত ওই চিকিৎসক বলেন, গত ২৭ এপ্রিল তার নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। ৩০ এপ্রিল করোনা পজিটিভ আসে। এরপর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন নেওয়া হয়। ১১ দিন চিকিৎসা শেষে ১৪ দিনের হোম কোয়ারান্টিনে পাঠানো হয়। এরপর গত ২৪ মে তিনি কর্মস্থলে যোগদান করে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। এর মধ্যে আবার তিনি সংক্রমিত হলেন। তার ১৪ মাস বয়সি এক শিশুকন্যা রয়েছে।

টিটু চন্দ্র শীল বলেন, এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চারজন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জন করোনায়া সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে