logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ৩১ মে ২০২০, ০০:০০  

মহামারি ঠেকাতে জনপ্রতিনিধিদের আরও সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস মহামারি ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক সভায় তিনি এই নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

শনিবার সকালে গণভবনে সকাল ১১টায় শুরু হওয়া ওই সভা বেলা ২টায় শেষ হয়।

প্রেস সচিব বলেন, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদান বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন।

সভায় কোভিড-১৯ প্রতিরোধে কমিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং আক্রান্তদের চিকিৎসায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা করা হয় বলেও জানান তিনি।

সভায় কোভিড-১৯ প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি

অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুলস্নাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুলস্নাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিবের ফোন: এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, 'জাতিসংঘ মহাসচিব (শুক্রবার) রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান। শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- 'শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে