logo
বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ৩০ মে ২০২০, ০০:০০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি প্রিন্স চার্লসের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি প্রিন্স চার্লসের
শেখ হাসিনা প্রিন্স চার্লস
ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশের ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, প্রিন্স চার্লস ও তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এ চিঠি দেন।

চার্লস চিঠিতে লিখেছেন, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশের মানুষের জান-মালের ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী দুঃখিত হয়েছি, তা আপনাকে জানাতে চাই। যারা হতাহত হয়েছেন বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য আমার এবং ক্যামিলিয়ার হৃদয় ভেঙে গেছে।

চিঠিতে প্রিন্স চার্লস আরও বলেন, আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা কঠিন ছিল। কেননা এ সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। মহামারি করোনাভাইরাস ও আম্পানের দুর্যোগের এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে রয়েছেন জানিয়ে চার্লস বলেন, কোভিড-১৯ মহামারি ও এই ভয়াবহ ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের এমন উদ্বেগের সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে যুক্তরাজ্য।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে