logo
মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ২৩ মে ২০২০, ০০:০০  

মমতাকে ফোন করে শেখ হাসিনার সহমর্মিতা

মমতাকে ফোন করে শেখ হাসিনার সহমর্মিতা
ঘূর্ণিঝড় আম্পানে দারুণভাবে ক্ষতিগ্রস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।

'সুপার সাইক্লোন আম্পানের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। সাইক্লোনে জান-মালের ক্ষতি হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তারা যেন খুব দ্রম্নত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।'

এই দুর্যোগে সহমর্মিতা জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান ইহসানুল করিম।

বুধবার দুপুরের পর সুন্দরবনের কাছ দিয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার পর স্থলভাগে তান্ডব চালায় অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে হতে রাতে তা বাংলাদেশে প্রবেশ করে এবং বৃহস্পতিবার সকালের মধ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়।

আম্পানের ঝাপটার পশ্চিমবঙ্গেই ক্ষতি হয়েছে বেশি। এ রাজ্যে অন্তত ৭২ জনের মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে