বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছায় লকডাউনে সাধারণ মানুষ

স্বদেশ ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২০, ০০:০০
নরসিংদীর শিবপুরের ধানুয়া উত্তরপাড়া গ্রামের প্রবেশ মুখ বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী -যাযাদি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছায় লকডাউন করেছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো খবর :

শিবপুর (নরসিংদী) : করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের প্রধান প্রধান সড়ক নিজ উদ্যোগে বন্ধ করে দিয়েছেন এলাকার সাধারণ মানুষ। উপজেলার পুটিয়া ইউনিয়নের সালুরদিয়া, মুনসেফেরচর, তেলিয়া, কুমরাদী, পুরানদিয়া, শিবপুরের ধানুয়া উত্তরপাড়ার সব রাস্তা, সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা গ্রাম, দুলালপুর ইউনিয়নের পাড়াতলা, দরগাবন্দ, মানিকদী, শিমুলিয়া বৈচার বাজার, চৌগড়িয়া এবং জয়নগর ইউনিয়নের বিভিন্ন রাস্তায় প্রবেশমুখ বাঁশের বেড়া দিয়ে আটকে লকডাউন করে দিয়েছেন স্থানীয়রা।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছে এলাকাবাসী। করোনা সংক্রমণ প্রতিরোধে অপ্রয়োজনে মানুষের বাইরে চলাচল বন্ধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রামের মানুষ।

বুধবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলস্নাগড়া গ্রাম স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করেন গ্রামবাসী। এ সময় গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেন তারা। ব্যারিকেডে ঝুলিয়ে রাখা হয় সর্তকবার্তা। করোনাভাইরাস প্রতিরোধে বাইরের কোনো লোককে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না। গ্রামের কেউ অপ্রয়োজনে বের হলে তাদের বাসায় থাকার অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজনে কেউ গ্রামের বাইরে গেলে এসব ব্যারিকেডের সামনে হাত ধুয়ে গ্রামে প্রবেশ করতে হচ্ছে।

গ্রামের তরুণ সুজন সাহা জানান, এ সময়টা নিজের পরিবার, সমাজ ও দেশের স্বার্থে সবার ঘরে থাকা উচিত। অনেকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছেন না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারা ১০-১৫ জন তরুণ প্রবীণদের পরামর্শে গ্রাম লকডাউন করেছেন।

সীতাকুন্ড (চট্টগ্রাম): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ৫টি গ্রামের মানুষ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা স্বেচ্ছায় লকডাউনে থাকছেন। গ্রাম পাঁচটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রাম থেকে বের হচ্ছেন না। বাইরের কাউকেও গ্রামে যেতে দেওয়া হচ্ছে না। গ্রামগুলো হলো- সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইমামনগর, ৪নং ওয়ার্ড, সলিমপুর ও সোনাইছড়ি ইউনিয়নের দুটি এবং বাড়বকুন্ড ইউনিয়নের নড়ালিয়া গ্রাম।

জানা যায়, আশপাশের গ্রাম থেকে লোকজন তাদের গ্রামে আড্ডা দিতে আসেন। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই তারা নিজেরাই লকডাউন ঘোষণা করেছেন। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় যুবকরা গ্রামগুলোর প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সেখানে টাঙানো নোটিশে লেখা আছে, প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।

বাড়বকুন্ডের নড়ালিয়া এলাকার ইউপি সদস্য ইকরাম হোসেন জানান, 'আড্ডা দিতে অনেক বহিরাগত তাদের গ্রামে যান। ঝুঁকি এড়াতেই গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হয়।'

ইমামনগর গ্রামের ৮নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মাসুম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গ্রামবাসীর উদ্যোগ নিঃসন্দেহে অনেক ভালো। এটি দেখে অন্যরাও সচেতন হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95732 and publish = 1 order by id desc limit 3' at line 1