বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার হয়নি আসামি

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২০, ০০:০০
সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার হয়নি আসামি

ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি তৌকির আহমেদ শাহীনের উপর হামলা ও তাকে লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গত রোববার বিকালে উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামে সন্ত্রাসী বাহিনী সাংবাদিক শাহীনের উপর হামলা চালায়। হামলার ঘটনায় সোমবার তৌকির আহমেদ শাহীন বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এ বিষয়ে হামলার শিকার সাংবাদিক তৌকির আহমেদ শাহিন অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে মুঠোফোনে হুমকি দেয় হামলাকারীরা। তিনি পরিবার নিয়ে শঙ্কার মধ্যে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে