logo
সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৬

  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   ০২ এপ্রিল ২০২০, ০০:০০  

করোনাভীতিতে ফুলপুর হাসপাতাল ফাঁকা

ময়মনসিংহের ৫০ শয্যার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এখন রোগীশূন্য। সারাদেশ কার্যত লকডাউনে চলে যাওয়ায় ফুলপুর হাসপাতাল ও ক্লিনিকগুলোয় কোথাও রোগীর ভিড় নেই। বেশিরভাগ চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ। প্রাইভেট ক্লিনিকগুলোতেও নেই রোগী।

ফুলপুর হাসপাতালে যেখানে স্বাভাবিক সময় ১০০-১১০ রোগী ভর্তি থাকত, সেখানে বুধবার রোগীর সংখ্যা ছিল ১২-১৫ জন। হাসপাতালের বহির্বিভাগেও চাপ নেই। যারা বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন, তারা চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ড প্রায় খালি। তেমন কোনো রোগী নেই। বুধবার জরুরি বিভাগে প্রায় ৫০-৬০ জন রোগী চিকিৎসা নিতে এলেও ভর্তি হন মাত্র ১০ জন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত জানান, গত বুধবারও ১৭ জন রোগী ভর্তি ছিল। তারা সবাই প্রায় সুস্থ ছিল। তারা ছাড়পত্র নিয়ে চলে যায়। করোনা আতঙ্কেই মূলত তারা হাসপাতাল ছেড়ে গেছে। কেউ এখন ভর্তি হতে চাইছে না। সাধারণ দিনগুলোতে ৫০০-৬০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসত, করোনার কারণে এখন আসছে ৮০-৯০ জন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাজী ফাহাদ বলেন, করোনা নিয়ে লোকজন আতঙ্কিত। খুব জটিল রোগে আক্রান্ত না হলে কেউ হাসপাতালে আসছেন না।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে