শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০১ এপ্রিল ২০২০, ০০:০০

পরিষ্কার অভিযান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার পূর্বধলা বাজারের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. স্বপন মিয়া, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আরিফ খান,  নির্মাণ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. দুলাল মিয়া, ক্যাশিয়ার মো. আমিনুল ইসলাম আল মাসুদ বিশ্বাস মো. শাহীন প্রমুখ। এ সময় পূর্বধলা বাজারের মেইন রোড, পূর্বধলা হাসপাতাল, মাছ মহাল, মাংস মহাল, মুরগি মহাল, খাদ্য গোদাম রোড, স্টেশন রোড, থানা রোড, রৌশনারা রোড, হাজী কিতাব আলী রোডের উভয় পাশে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ছিটানো হয়।

কমিটি গঠন

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের 'ফেলনা আল হেরা নূরানী মাদ্রাসা' পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা প্যাডে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সৌদি প্রবাসী মো. নূরুন নবী। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ক্যাশিয়ার মফিজুর রহমান মিয়াজী, সদস্য খোরশেদ আলম মজুমদার খোকন, বেলাল হোসাইন, আবদুল মোতালেব, মজিবুল হক, মফিজুর রহমান মোলস্না, মাস্টার মাছুম বিলস্নাহ, আবদুল হালিম, জসিম উদ্দিন মিয়াজী, আবুল খায়ের, তবারক মোলস্না, আবুল কালাম ও মো. ইলিয়াছ।

পরিচ্ছন্নতা অভিযান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ রোধে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে মানবতার বন্ধন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। তাদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট উপজেলা গেটের সামনে থেকে স্প্রে ছিটিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র আমিনুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগের ধামইরহাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইনজামুল হক সরকার শিমুল, মো. মাজেদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাপ্পি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল।

মতবিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় করোনা প্রতিরোধে লকডাউন ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা রোববার সন্ধ্যায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, এসআই নাসির উদ্দীন ও নিমাই।

সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, কোষাধ্যক্ষ মৃতু্যঞ্জয় সরদার, পরিচালক এটিএম নাহিদুজ্জামান নাহিদ, ইউসুফ আলী সরদার, মৎস্য আড়তদারি সমিতির সভাপতি আব্দুল জব্বার, মোকলেছুর রহমান, চিংড়ি বিপণন সমবায় সমিতির মনোহর চন্দ্র সানা, কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির দেবব্রত কুমার দেবু।

কার্যক্রম উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে পৌরসদরে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে।

সোমবার সকালে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, কোষাধ্যক্ষ মৃতু্যঞ্জয় সরদার, পরিচালক এটিএম নাহিদুজ্জামান নাহিদ ও ডা. আনোয়ার হোসেন।

ত্রাণ বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম সরকার ইলেক্ট্রনিক্সের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ভূঞাপুর বাজারে ওয়ালটন শোরুমের সামনে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, ওয়ালটন প্রতিনিধি সেলিম সরকার, রেজাউল করিম প্রমুখ।

এ ছাড়া স্থানীয় নিরিবিলি ফুড কর্নারে অনুরুপ ত্রাণসামগ্রী বিতরণ করে মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এএসআই মো. আনিছ, সাংবাদিক আতোয়ার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান সরোয়ার লাভলু, ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মুনিয়া।

স্যানিটাইজার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মঙ্গলবার স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোফাখখার হেসেন খোকন শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

তিনি পৌর শহরে ঘুরে ঘুরে বিভিন্ন পথচারী, রিকশাচালক ও অসহায় ব্যক্তির মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

সামগ্রী বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে চলমান ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন কাউখালী প্রেসক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার তারা দিনব্যাপী উপজেলার দক্ষিণ বাজার, উজিয়ালখান, আসপদ্দি, কচুয়াকাঠী, কাঁঠালিয়া, ডুমজুরী, চিরাপাড়া, বদরপুর, রঘুনাথপুরসহ বিভিন্ন গ্রামে খেটে খাওয়া দিনমজুর অসহায় ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি চাল, ডাল, আলু ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

এ সময় কাউখালী প্রসক্লাব সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।

খাদ্য বিতরণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলাবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব মুন্সীয়া গ্রামে এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর। দেশব্যপী করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলার ১৪টি ইউনিয়নে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কর্মহারা প্রায় ১২০০ পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মহীন প্রত্যেকের বাড়িতে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, দেড় কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেলসহ প্রয়োজনীয় মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারই পৌঁছে দেয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদসহ অত্র এলাকায় মোট ৩৫টি জীবাণুনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সারোয়ার কবীর।

পরিষ্কার অভিযান

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার সকালে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটালেন সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইউপি সদস্য ওহিদুল আলম, নেজাম উদ্দিন, আমজাদ হোসেন বাবলু, মোহাম্মদ রানা ও আলতাফ মাহামুদ প্রমুখ।

পিটিয়ে জখম

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে শত্রম্নতার জেরে মহিলাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মহিলা তাসলিমা বেগমকে (৪০) এলাকাবাসী উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় তাসলিমা বেগমের ছেলে রাজন শিকদার বাদী হয়ে রোববার পাঁচজনকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ করেন।

টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) গোলাম রসুল জানান, এই ঘটনায় থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য বিতরণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ১৭শ' অসহায় ছিন্নমূল মানুষের হাতে চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ প্রয়োজনীয় শুকনো খাবার তুলে দিলেন উপজেলা প্রশাসন। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৪ দিন উপজেলার রেলস্টেশনের বস্তি, প্রেমতলা বস্তি, গজারিয়া দীঘি বস্তি, ডাকবাংলা এলাকায় ছিন্নমূল মানুষসহ উপজেলার ৯টি ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে এসব শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সীতাকুন্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, সফিউল আলম চৌধুরী, আনোয়ার ভুঁইয়া, সামসুদ্দিন আজাদ, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, মো. নুরউদ্দিন ও কামরুল ইসলাম দুলুসহ প্রমুখ।

ত্রাণ বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে করোনাভাইরাস মোকাবেলায় গৃহবন্দি খেটে খাওয়া দুস্থ অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করলেন দুর্গাপুর পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মো. আলাল উদ্দিন আলাল।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের ৫নং ওয়ার্ডের মুজিবনগর আশ্রায়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে পাঁচশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে পাঁচ কেজি চাল, হাফ কেজি ডাল ও এক কেজি করে আলু বিতরণ করেন মো. আলাল উদ্দিন আলাল। উক্ত খাদ্যসামগ্রী বিতরণকালে সাংবাদিক, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। এসময় আলাল উদ্দিন জানান উক্ত খাদ্যসামগ্রী পর্যায়ক্রমে পৌর শহরের ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হবে। অপরদিকে দুর্গাপুর পৌরসভার আয়োজনে পৌর মেয়র আলহাজ হাজী মাওলানা আব্দুস ছালাম-এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী মো. নওশাদ আলমসহ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।

মতবিনিময় সভা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিষয়ে গ্রামপুলিশদের সাথে ধুনট থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনট থানা চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা। আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান, এসআই রুহুল আমিন, এসআই আকবর আলী, পিএসআই ডালিম, পিএসআই মাসুদ রানা, পিএসআই রাজিব, এএসআই জব্বর প্রমুখ। মতবিনিময় সভা শেষে উপজেলার ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন ওসি কৃপাসিন্ধু বালা।

ত্রাণ বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে আকস্মিক শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ২৪ মার্চ রাত আড়াইটার দিকে প্রচন্ড শিলাবৃষ্টিতে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন, আমলসার, গয়েশপুর ও দারিয়াপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের বাড়ি-ঘরসহ বিভিন্ন আবাদি রবি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়।

মঙ্গলবার সকালে আমলসার ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২শ' জনকে চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীর, ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস ও ইউপি মেম্বর কৃষ্ণা রানী দাস উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

মরণব্যাধি করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং এবং হাট-বাজারে জীবাণুনাশক পানি ছিটিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বিভিন্ন ইউনিয়নে নিজেই মাইকে সচেতনতামূলক প্রচার করছেন। দোকানপাট বন্ধ রাখা, সমাগম এড়িয়ে চলতে, ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করে প্রয়োজন ব্যতীত অহেতুক বাজারে এসে বসে না থাকার অনুরোধ জানান। মঙ্গলবার তিনি উপজেলার গোয়ালের চর, গাইবান্ধা ও চর গোয়ালীনি ইউনিয়নের এই কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি কর্মহীনদের মাঝে ত্রাণও বিতরণ করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মজিবুর রহমান শাজাহান, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের, থানা অফিসার ইনচার্জ আব্দুলস্নাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

ব্র্যাক বগুড়ার শেরপুর এলাকার এলাকা ব্যবস্থাপক হাসানুল কবীরের উদ্যোগে ব্র্যাকের অর্থায়নে এবং শেরপুর জনপ্রশাসনের সহায়তায় শেরপুর পৌর এলাকায় মঙ্গলবার দুপুরে জীবাণুনাশক পানি ছিটানো হয়। জীবাণুনাশক পানি ছিটানোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক নর্থ ওয়েস্ট ডিভিশনের ডিভিশনাল ম্যনেজার কে এ রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সুবির কুমার সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক সিডিপি শাহেদুল ইসলাম, ক্লাস্টার ম্যনেজার মনিটর রওশন আলম, ব্র্যাক মনিটর মেহেদী হাসান, ফিল্ড কো-অর্ডিনেটর বি এইচ পি রেদওয়ান চৌধুরী, এলাকা ব্যবস্থাপক প্রগতি জয়নাল আবেদীন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আলমগীর কবীর, শাখা ব্যবস্থাপক সুজন কুমার কুন্ডু প্রমুখ।

সামগ্রী বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা। মঙ্গলবার বিকেলে উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে রাজাপুরে গ্রামের কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় রাজাপুর গ্রামের তিন সহোদর মো. বাবুল আক্তার, কামরুজ্জামান বিপস্নব ও মো. নুরুজ্জামানের ব্যক্তি উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রতি প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি পেঁয়াজ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, ইউপি সদস্য মো. মহসীন সরকার, মো. রাসেল মিয়া, সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান, আবুল কাশেম, বিশিষ্ট ব্যক্তি খলিলুর রহমান, হায়দার আলী, মো. শাহজাহান প্রমুখ।

ত্রাণ বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া নিম্নআয়ের চায়ের দোকানদারদের কাছে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন চৌহালী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ। মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজারে অস্থায়ী চায়ের দোকানদারদের কাছে গিয়ে এ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. মজনু মিয়া, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার ও খাষপুকুরিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম সিকদার প্রমুখ।

সামগ্রী বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের সাতশতাধিক মানুষের মাঝে জীবাণুনাশক ওষুধ, সাবান ও মাস্ক বিতরণ করেছেন আখতারুজ্জামান, সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী নসু।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা নজির আহমদ ও ফরিদ আহমদ।

সামগ্রী বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কর্মহীন, গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক বিশিষ্ট ইট ব্যবসায়ী কার্তিক চন্দ্র মন্ডল নিজস্ব অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীবুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য সেকেন্দার আলী, অতুল কুমার, আফাজ উদ্দিন, জহুরুল ইসলাম, হারেজ উদ্দিন, গরিবুলস্ন্যাহ, জেকের আলী এবং উপজেলা শ্রমিক লীগের সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94801 and publish = 1 order by id desc limit 3' at line 1