শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাসিকে বকেয়া কর ১২ কোটি

রাজশাহী অফিস
  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর বাকি ১২ কোটি ১০ লাখ ১৬ হাজার ১৯৬ টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান থেকে পাওনা প্রায় সোয়া আট কোটি টাকা। এ পরিস্থিতিতে বকেয়া কর আদায়ে অভিযানে চিহ্নিত সরকারি প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে রাসিকের রাজস্ব বিভাগ।

রাসিকের রাজস্ব বিভাগের তথ্য মতে, হোল্ডিং ট্যাক্স দেয়নি প্রায় ১৯ হাজার গ্রাহক। চলতি অর্থ বছরে বাড়ির কর দেয়নি প্রায় এক তৃতীয়াংশ মালিক। এ বছর বকেয়া পড়ে আছে ১২ কোটি ১০ লাখ ১৬ হাজার ১৯৬ টাকা। এর মধ্যে ১২১টি সরকারি দপ্তর কর দেয়নি। তাদের কাছে পাওনা করের পরিমাণ আট কোটি ২৫ লাখ ৯৯ হাজার ১৯০ টাকা। আর ব্যক্তিগতপর্যায়ে হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে ১৮ হাজার ২০২ জন মালিকের। তাদের কাছে বকেয়া ট্যাক্স রয়েছে ৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ছয় টাকা।

রাজস্ব বিভাগ বলছে, ট্যাক্স না পরিশোধ করা সব গ্রাহক চিহ্নিত করা হয়েছে। তাদের নোটিশ করা হয়েছে। আগামীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বকেয়া ট্যাক্সের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা। এসব তালিকায় আছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, শিল্পকলা একাডেমি, টেক্সটাইল মিলের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পাওনা দুই কোটি টাকা, টেক্সটাইল মিলের কাছে ২ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ৮৭৬ টাকা, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে কাছে ১ কোটি ৩ লাখ ৮০ হাজার ৬৯০ টাকা, রাজশাহী জেলা স্টেডিয়ামের কাছে ৯৮ লাখ ৯১ হাজার ৬৯৮ টাকা, শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের কাছে ৪৮ লাখ ২০ হাজার ৪০০ টাকা, শিল্পকলা একাডেমির কাছে ৪৬ লাখ ৮ হাজার ২৩৯ টাকা পাওনা রয়েছে।

রাসিকের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাইদ বলেন, কর খেলাপিদের চিহ্নিত করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছে। বর্তমানে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এরপরও ট্যাক্স না দিলে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শীঘ্রই খেলাপি কর আদায়ে অভিযান শুরু হবে বলে জানান রাসিকের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89936 and publish = 1 order by id desc limit 3' at line 1