শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদ্রাসার ছাদের পলেস্তার খসে ৪ শিক্ষার্থী আহত

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
†fvjvi †evinvbDwÏb Kvwgj (Avwjqv) gv`ªvmv fe‡bi Qv‡`i c‡j¯Íviv L‡m cov Ask -hvhvw`

ভোলার বোরহানউদ্দিনে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসার দ্বিতল অ্যাকাডেমিক ভবনের ছাদের পলেস্তার খসে চার শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বেলা ১১টায় আলিম (এইচএসসি সমমান) প্রথম বর্ষের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তার আকস্মিক খসে চার শিক্ষার্থী আহত হয়। অল্পের জন্য রক্ষা পান পাঠদানরত মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ। ওই সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা হলেন- ইমরান হোসেন (১৭), মেহেদী হাসান (১৭), সালাউদ্দিন (১৮) ও জিহাদ হোসেন (১৭)। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে দ্বিতল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চারটি ক্লাসের শ্রেণিকার্য অন্যত্র সরিয়ে নেওয়ায় শ্রেণিকক্ষের চরম সংকট দেখা দিয়েছে। উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ জানান, ওই সময় তিনি আলিম বর্ষের ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ছাদের দুইটি স্থান থেকে মাঝারি আকারের পলেস্তার একটি ছাত্রদের বেঞ্চ বরাবর, অন্যটি হোয়াইট বোর্ডসংলগ্ন স্থানে খসে পড়ে। এ সময় বেঞ্চে বসা চার শিক্ষার্থী আহত হয়। তিনি হোয়াইট বোর্ডের পাশে দাঁড়ানো ছিলেন। আধা ইঞ্চি এদিক-ওদিক হলে তার মাথায় পলেস্তারা পড়তে পারত। অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী জানান, শ্রেণিকক্ষের সংকটের কথা উলেস্নখ করে তিনি সংশ্লিষ্ট বিভাগের কছে একটি নতুন একাডেমিক ভবন বরাদ্দ চেয়েছেন। মেয়র ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি নতুন ভবন বরাদ্দ না দিলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে