শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

সাংস্কৃতিক অনুষ্ঠান

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের স্বনামধন্য বিদ্যাপীঠ ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার সকাল ১০টায় বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

পৌর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পারভেজ রায়হানের সভাপতিত্বে ও শিক্ষার্থী নাজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ উদ্দিন।

বিতর্ক উৎসব

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে দুর্নীতিবিরোধী রচনা, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

সাধুরপাড়া আলহাজ কছর উদ্দিন দাখিল মাদ্রাসার উদ্যোগে উক্ত মাদ্রাসায় ওই প্রতিযোগিতা

অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন 'এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের' সভাপতি ও মুক্তিযোদ্ধা আফসার আলী।

মাদ্রাসার সুপার মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

অবহিতকরণ সভা

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

২০২০ সালের মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে এক অবহিতকরণ সভা সোমবার দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ।

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সুপারভাইজার (সিডিসি) মো. ইমরাজ করিম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিন, সাংবাদিক মুক্তার হোসেন, সেনিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত অ্যাথলেটিকস প্রতিযোগিতায় কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অ্যাথলিটরা বিপুল সাফল্য বয়ে এনেছেন। সোমবার দিনব্যাপী রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ঢাকা উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব কলেজের মধ্যে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক সালমা হক জানিয়েছেন, প্রতিযোগিতায় তার কলেজের ছাত্রী ফরদিয়া আক্তার রাত্রি ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন। একই কলেজের ছাত্রী জুঁই আক্তার চাকতি নিক্ষেপে প্রথম ও লৌহগোলক নিক্ষেপে দ্বিতীয় এবং আশা আক্তার বন্যা উচ্চলম্ফে প্রথম হয়েছেন। এছাড়া রিলে রেসেও (কাঠি দৌড়) পৌর মহিলা কলেজ দল প্রথম হয়েছে।

মিলাদ মাহফিল

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া উচ্চবিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষর্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব উলস্নাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম পাটওয়ারী।

সেবিকা সম্মেলন

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চকরিয়া পৌরসভার এটিএন পার্ক নামক একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কক্সবাজার জেলার ১১টি আশা-ব্রাঞ্চের ১৬৫টি শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86375 and publish = 1 order by id desc limit 3' at line 1