বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

পিঠা উৎসব

মেহেরপুর প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এবারো মেহেরপুর সরকারী কলেজে দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সরকারী কলেজের আয়োজনে কলেজ চত্বরে এই পিঠা মেলা বসে। দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সরদার শফিকুল ইসলাম। মেলা পরির্দশন করেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস, এম মুরাদ আলী।

বিদায় অনুষ্ঠান

বিরল (দিনাজপুর) সংবাদদাতা

বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

জরিমানা আদায়

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য পণ্যে অগ্রিম মেয়াদ দেয়ার অপরাধে ভাই ভাই বেকারি ও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অপারাধে জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

উন্মুক্ত বৈঠক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার দুপুরে উপজেলার কুট্টাপাড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভিডিও কল ও স্কাইপের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা কুট্টাপাড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান।

বিদায় সংবর্ধনা

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার আয়োজনে ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ আলী মন্ডল।

সম্মাননা প্রদান

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

চিকিৎসা সেবায় অসামান্য অবদান, চিকিৎসা সেবায় সমাজের অগ্রদূত হওয়ায় দুজন প্রবীণ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করছে বগুড়ার শেরপুর ডক্টরস্‌ সোসাইটি (এসডিএস)। সোমবার রাতে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রখ্যাত দুজন প্রবীণ চিকিৎসক ডা. মুহাম্মদ রহমতুল বারী ও ডা. বিপস্নব কুমার বর্মনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ফাইনালে শেরপুর

শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ ফুটবল খেলায় কাপ পর্বের মেঘনা অঞ্চলের ফাইনালে উঠেছে শেরপুর জেলা ফুটবল দল। ২৭ জানুয়ারি সোমবার বিকেলে মানিকগঞ্জ মহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের খেলায় শেরপুর জেলা দল টাইব্রেকারে ৫-৪ গোলে মানিকগঞ্জ জেলা দলকে পরাজিত করে।

মতবিনিময় সভা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে 'উপজেলা পর্যায়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময়' সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, শিক্ষক উম্মে হাবিবা পলি।

প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সাংবাদিকদের নিয়ে ৪ দিনব্যাপী 'ধর্মীয় স্বাধীনতা ও শান্তি রক্ষায় সাংবাদিকদের সক্ষমতা উন্নয়ন' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের থানা মোড়স্থ হোটেল আয়শার ইন এ কানাডা হাইকমিশনের সহযোগিতায় নিউজ নেটওয়ার্কে আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বীজ বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অর্থ বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ ও প্রান্তিক কৃষিকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর

রহমান সিফাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86359 and publish = 1 order by id desc limit 3' at line 1