বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

কমিটির সভা

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সন্ত্রাস নাশকতা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় উপজেলার আইনশৃঙ্খলা ভালো রাখার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী।

বিদায় অনুষ্ঠান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থিনী ছাত্রীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি।

কর্মবিরতি পালন

গোপালগঞ্জ প্রতিনিধি

পদপদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন রেখেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীন তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সকল ধরনের কাজ বন্ধ রেখে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।

আলোচনা সভা

মতলব (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তরেরর সিদ্দিকা বেগম উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২০ পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ।

প্রতিযোগিতা উদ্বোধন

খুলনা অফিস

খুলনা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকালে স্কুলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। স্বাগত জানান জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ।

দিনব্যাপী মেলা

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ফারুক খান মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা। বিকালে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেয়া হয়।

বিতর্ক উৎসব

নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামীমুল হক শিমু, পরিচালনা পরিষদের সদস্য রাজা মিয়া, মিজানুর

রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86358 and publish = 1 order by id desc limit 3' at line 1