বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রাজৈরে ঝুঁকিপূর্ণ সেতুতে জনদুর্ভোগ

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
  ২১ জানুয়ারি ২০২০, ০০:০০
রাজৈরে ঝুঁকিপূর্ণ সেতুতে জনদুর্ভোগ
মাদারীপুরে রাজৈর উপজেলার লুন্দিগ্রামের ঝুঁকিপূর্ণ সেতু -যাযাদি

মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা ও ইশিবপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পুরাতন লক্কর ঝক্কর সেতুর কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পথে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও এখনো সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি।

জানা যায়, দুই ইউনিয়নের মধ্যে খালের দুই পাশে একটি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ প্রায় দুই হাজারের বেশি মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করেন। উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুলস্নাহ জানান, সেতুটি পুনর্নির্মাণের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে