শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

জাতীয় পতাকা উত্তোলন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা আনুষ্ঠানিকতায় বঙ্গবন্ধুকে স্মরণ
স্বদেশ ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৮, ০০:০০
পটুয়াখালীর দুমকিতে বঙ্গবন্ধরু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ

দেশের বিভিন্নস্থানে যথাযোগ্য মযার্দায় বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, শোকর‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম ও বিশেষ মোনাজাত। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কুমিল্লা: কুমিল্লায় বুধবার জাতীয় শোক দিবসের র‌্যালিতে অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সাজর্ন ডা. মুজিবুর রহমান, আঞ্চলিক পাসপোটর্ অফিসের উপ-পরিচালক রাজ আহমেদসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রাজবাড়ী: রাজবাড়ী জেলা প্রশাসক কাযার্লয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ীর কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শওকত আলী।

নাটোর: শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কাযার্লয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঘর্্য অপর্ণ, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকমীর্রা।

ল²ীপুর: জেলা শহরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পযর্টনমন্ত্রী ল²ীপুর সদর আসনের এমপি এ কে এম শাহাজান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।

খুলনা: খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় মহানগরীর নিউমাকের্ট চত্বর হতে শোকর‌্যালি শুর হয়ে বাংলাদেশ বেতারে গিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপের্ণর মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর অথৈর্নতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, খুলনা সিটি করপোরেশনের নবনিবাির্চত মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন প্রমুখ।

বেলাবো (নরসিংদী): নরসিংদী জেলার বেলাবো থানার হোসেন নগরের শহীদ মুক্তিযোদ্ধা নজিমুদ্দিন কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য রাখেন কলেজ কমিটির কমর্কতার্ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রহমত আলী মোল্লা, মিজানুর রহমান মোল্লা, জহিরুদ্দিন ইউনুস প্রমুখ।

মেহেরপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন মেহেরপুর ১ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষাথীর্ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকমীর্রা।

নোয়াখালী: সকালে জেলা আওয়ামী লীগ কাযার্লয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর-সুবণর্চর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেলসহ দলীয় নেতারা।

হবিগঞ্জ: শোক দিবসের নানা আয়োজনে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল করিব মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, বতর্মান সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।

শেরপুর: সকালে কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীর্রা।

বাগেরহাট: বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু স্মরণে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেযারম্যান শেখ বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার।

রংপুর: এ উপলক্ষে সংগঠনের কাযার্লয়ে এক আলোচনা সভা ও দেয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্রলীগ জেলা সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

ময়মনসিংহ: সকালে আওয়ামীলীগ দলীয় কাযার্লয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে দুপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগ নেতা আহসান মোহাম্মদ আজাদ, অ্যাডভোকেট নূরুজ্জান খোকন, সামিউল আলম লিটনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকমীর্রা।

রাজশাহী: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবাষির্কীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অপর্ণ করেন রাজশাহী সিটি করপোরেশনের নবনিবাির্চত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, শাহাদত হোসেন, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর): আলোচনা সভায় শ্রমিক-কমর্চারী ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সিবিএন নেতা জাহাঙ্গির আলম, আব্দুল নুর শাহিন প্রমুখ।

রামগঞ্জ (ল²ীপুর): পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেলাল আহম্মেদের সভাপতিত্বে ও ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ হোসেন ভ‚ঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খঁান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ড. আনোয়ার হোসেন খঁান।

মৌলভীবাজার: কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ অনেকেই।

ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে স্থানীয় সাংসদ ও পাবর্ত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে বিশাল এক শোকর‌্যালি বের হয়। র‌্যালিতে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ জেলা প্রশাসনের শীষর্ কমর্কতার্রা, জেলা আওয়ামী লীগের নেতারা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষাথীর্ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়: জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রী কাযার্লয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক বিভাগীয় উপকমিটির সহসম্পাদক নাইমুজ্জামান মুক্তা, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তৃতা করেন

নেত্রকোনা: জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিয়র রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম খান, নুর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতার্ ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণপ্রতিনিধি প্রশাসনের বিভিন্ন কমর্কতার্ মুক্তিযোদ্ধারা বক্ত্যব রাখেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তানোর (রাজশাহী): পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী। আরও ছিলেন, বাধাইড় ইউপির সাবেক চেয়াম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকমীর্রা। পরে দোয়া শেষে সবার মধ্যে খাবার বিতরণ করা হয়।

টঙ্গী (গাজীপুর): শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ কাজী মো. সেলিম।

চুয়াডাঙ্গা: র‌্যালি শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পরে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার জাতীয় শোক দিবসে শতাধিক স্পটে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙালিভোজের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভঁূইয়া দলীয় নেতাকমীের্দর সঙ্গে নিয়ে বিভিন্ন স্পট ঘুরে দেখেন।

শ্রীনগর (মুন্সিগঞ্জ) : জাতীয় শোক দিবসে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অথর্-বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, মাকসুদ আলম ডাবলু, উপজেলা যুবলীগের সভাপতি পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন প্রমুখ। এদিকে, রাঢ়ীকাল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু।

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ): জাতীয় শোক দিবস উপলক্ষে মহাজোটের অন্যতম শরিক দল তরিকত ফেডারেশনের উদ্যোগে বুধবার মুন্সীগঞ্জ জেলা তরিকত ফেডারেশনের সভাপতি আলহাজ আসাদুজ্জামান আসাদ ভাÐারির নিজ বাড়ি কলমা গ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।

সদরপুর (ফরিদপুর) : র‌্যালি শেষে পরিষদ দরবার হল সম্মেলনকক্ষে এসিল্যান্ড মো. জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। শোকসভায় আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. মতিন হাওলাদার।

বোয়ালমারী (ফরিদপুর) : উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুলের নেতৃত্বে দলীয় নেতাকমীর্রা স্থানীয় থানা রোডে আ’লীগ কাযার্লয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর (গাজীপুর): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ (ইউএনও) রেহনো আকতার, সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, শ্রীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত সরকারী কলেজ, শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8086 and publish = 1 order by id desc limit 3' at line 1