শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
আ'লীগের দুই গ্রম্নপের সংঘর্ষ

ফরিদগঞ্জে আইনশৃঙ্ক্ষলা সভা পন্ড :আহত অর্ধশত

নতুনধারা
  ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রম্নপের ব্যাপক সংঘর্ষের জেরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্ক্ষলা সভা পন্ড হয়ে গেছে। উভয়পক্ষের হামলা, পাল্টা হামলায় পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্ক্ষলা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে স্থানীয় সংসদ সদস্য সভায় উপস্থিত হওয়ার পূর্বে এমপি অনুসারি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষের সমর্থকরা জড়ো হতে শুরু করে। এমপি উপজেলা পরিষদে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা, পাল্টা হামলা শুরু হয়। আধঘণ্টা সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা পরিষদের আইনশৃঙ্ক্ষলা সভা শুরু হলে এরই মধ্যে উভয় গ্রম্নপের মধ্যে আবারও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পুলিশের এসআই নাজমুল হোসেন ছাড়াও উভয়পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে ছয় রাউন্ড টিআরশেল নিক্ষেপ করে। পরিস্থিতি বেগতিক দেখে ইউএনও সভা স্থগিত করে দেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, উভয়পক্ষ শান্ত করতে পুলিশ প্রথম থেকেই চেষ্টা করেছে। একপর্যায়ে পুলিশ ছয় রাউন্ড টিআরশেল নিক্ষেপ করে। সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79623 and publish = 1 order by id desc limit 3' at line 1