শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে ডিজিটাল দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০
ডিজিটাল দিবসে বরগুনার বেতাগীতে বর্ণাঢ্যর্ যালি -যাযাদি

তথ্যপ্রযুক্তিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার পালিত হয়েছে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯। জেলা ও উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে। দিবস পালনে এ বারের প্রতিপাদ্য ছিল-'সত্যা-মিথ্যা যাচাই আগে,ইন্টানেট শেয়ার পরে'। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর্ যালি ও আয়োচনা সভায় অংশগ্রহণ করেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বাগেরহাট : বাগেরহাটে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট চত্বরে একটির্ যালি করা হয়।র্ যালিতে শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি- বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান প্রমুখ।

নেত্রকোনা : নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গন থেকে ৩য় জাতীয় ডিজিটাল দিবস উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।র্ যালি উদ্ধোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে একটি বর্নাঢ্যর্ যালী বের হয়।র্ যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটির্ যালী বের করা হয়।র্ যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

নাটোর : নাটোরে বৃহস্পতিবার শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।

শেরপুর (বগুড়া): শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তৃতীয়বারের মতো বগুড়ার শেরপুরে বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উপলক্ষে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্যর্ যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গোদাগাড়ী (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালন করা হয়ছে। এই উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালিটি পৌর শহরের শহিদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

লাখাই (হবিগঞ্জ) : হবিগঞ্জের লাখাইয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনের্ যালি বের হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর (মাগুরা) : শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্যর্ যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে সকাল এগারোটায় মির্জাগঞ্জ উপজেলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন কর্মকর্তা সুনিল কুমার রায় প্রমুখ।

মদন (নেত্রকোনা): মদনের্ যালি শেষে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী উপজেলা প্রোগ্রামার এসএম এমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আমিনূল ইসলাম মৃধা, প্রশাসনিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র বণিক, পৌর কমান্ডার সামছুল হক খসরু ও মুক্তিযোদ্ধা আব্দুল রহিম প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিকের নেতৃত্বের্ যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাহারোল (দিনাজপুর):উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েম, সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী ও মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ): নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে বেলা ১১টায় বর্ণাঢ্যর্ যালি বের হয়। এতে অংশ নেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়, সাংবাদিক ফারুক আহাম্মদ, মশিউর রহমান কাউসার।

ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন ওসি মোস্তাফিজার রহমান, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও বেগম রৌশন কানিজ প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর): বেলা ১১টায় উপজেলা হলরুমে নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার হোসেন, ভাইস চেয়ারম্যান নুর আলম, পুতুল রানী রায়, ওসি (তদন্ত) ফেরদৌস, কৃষি অফিসার বাসুদেব রায়, সাইন্স সোসাইটির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভ, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ধর্মপাশা (সুনামগঞ্জ): উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।

মুরাদনগর (কুমিলস্না): কুমিলস্নার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুলস্নাহ হারুনর্ যালির নেতৃত্ব দেন। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ইউসুফ আব্দুলস্নাহ হারুন। ইউএনও অভিষেক দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী নুর বশীর ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার প্রমুখ।

বেতাগী (বরগুনা): সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল আসলাম পিন্টু ও মাহামুদা খানম।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মানিক দেব, লতিফা হক রত্না। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহিদ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া): উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)

সকাল ১০টায় শোভাযাত্রা ও সেমিনারে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার ও সহকারী প্রোগ্রামার আসলাম ফেরদৌস উপস্থিত ছিলেন।

গুইমারা (খাগড়াছড়ি)

অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ।

স্টাফ রিপোর্টার, রাঙামাটি

জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীবরদী (শেরপুর)

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন এসিল্যান্ড মন্‌জুর আহসান, পলস্নী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, প্রভাষক মনোয়ার ইসলাম, সাংবাদিক তাসলিম কবির বাবু ও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সুজিত চিসিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79617 and publish = 1 order by id desc limit 3' at line 1