logo
সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৬

  স্বদেশ ডেস্ক   ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাঁচ জেলায় মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ফরিদপুর : জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে আদালত চত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে। ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল : সমাবেশে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন প্রমুখ।

নাটোর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, এমদাদুল হক আল মামুন, দেওয়ান শাহীনসহ দলের নেতারা।

নেত্রকোনা : জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এস.এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক প্রমুখ।

রাজশাহী : নগর ও জেলা বিএনপির আয়োজনে সমাবেশে নগরের সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ

মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে