শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

স্কাউট ওয়ারিন্টেশন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে দিনব্যাপী স্কাউটবিষয়ক ওয়ারিন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্কাউট, নড়াইল জেলা শাখার আয়োজনে মাছিমদিয়া পিটিআই হলরুমে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। পিটিআইয়ের সুপারিটেন্ডেন্ট বিনয় কৃষ্ণ ঢালীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান।

ধান ক্রয়

নাটোর প্রতিনিধি

নাটোরে তৃণমূলের কৃষকদের কাছ থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে আমন ধান ক্রয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের কৃষকদের নির্বাচিত করতে শংকরভাগ কলেজ মাঠে লটারী সম্পন্ন হয়। কৃষি ও খাদ্য বিভাগের আয়োজনে কৃষক নির্বাচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর ইউএনও জাহাঙ্গির আলম।

জমি উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) পরিমাল কুমার সরকারের নেতৃত্বে মুশরত ধুলিয়া মৌজায় ৫৭ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সৈয়দপুর থানার পুলিশ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রিপন কুমার প্রামাণিক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইমদাদুল হক, অফিস সহকারী সুফি আমানত শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাঠ দিবস

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় প্রর্দশনী কার্যক্রমের মাঠ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে সমাজসেবক মঙ্গল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ।

সাধারণ সভা

চৌদ্দগ্রাম (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার চৌদ্দগ্রামে ইউএন মাইগ্রেশনের ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের আওতায় উপজেলা বিজনেস এডভাইজরি কমিটির সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক কুমিলস্না জেলা ম্যানেজার মোসা. ফারিয়া মুনতাহা মহি। এডভাইজরি কমিটির সভাপতি ডা. মো. ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে এবং ব্র্যাক চৌদ্দগ্রাম এরিয়া ফিল্ড অর্গানাইজার মো. জসিম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নোমান, উদ্যোক্তা মো. রেজাউল করিম সবুজ শাহ্‌, ব্যবসায়ী প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ।

জুয়াড়ি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা

রংপুরের হারাগাছে জুয়া খেলার সরঞ্জামাদিসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আরপিএমপি হারাগাছ থানার সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মতবিনিময় সভা

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হল রুমে ইউপি চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য, নিকাহ রেজিস্ট্রার, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাল্যবিবাহমুক্ত গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, এস আই হারুনুর রশিদ প্রমুখ।

মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নড়াইলে দলিত গোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লটারি অনুষ্ঠিত

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের জন্যে লটারী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। লটারীর উদ্বোধন করেন ইউএনও রুবেল মাহমুদ। এ সময় কৃষি অফিসার হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আইমন বিনতে ফেরদৌস উপস্থিত ছিলেন।

ধান ক্রয়

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় আমন ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য চাষি নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে ইউএনও মোছা: উলফৎ আরা বেগম লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করেন। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মলিস্নকা রানী, খাদ্য নিয়ন্ত্রক আফান আলী।

দালালের দন্ড

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌর ভূমি অফিস পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মোস্তফা কামাল দালালদের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় রুহুল কুদ্দুস নামে এক দালালকে হাতেনাতে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আজাহার আলীর ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। রুহুল কুদ্দুস শহরের পারকুখরালীর নরুল ইসলামের ছেলে।

মৃত্তিকা দিবস

পাবনা প্রতিনিধি

পাবনায় বৃহস্পতিবার সকালে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। মৃত্তিকা সম্পদ ইনষ্টিটিউট, পাবনার আয়োজনে দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসকের দপ্তর থেকে একটির্ যালী বের করা হয়।র্ যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী এসে শেষ হয়।র্ যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অ্যাডভোকেসি সভা

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালন কল্পে অ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার প.প. পানছড়ি কার্যলয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, চন্দ্র দেব চাকমা, প.প কর্মকর্তা সোহাগ ময় চাকমা, ডা. সুমেন চাকমা, মনিতা ত্রিপুরা, জয়নাথ দেব, মো. নাজির হোসেন, বিজয় চাকমা, শাহজাহান কবির সাজু, মো. জসিম উদ্দিন প্রমুখ।

\হপ্রেস ব্রিফিং

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের কালাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি মো. আব্দুল লতিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোলস্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা প. প. কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার ডা. সালমা আক্তার, মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন, উপাধ্যক্ষ মামুনুর রশীদ।

প্রকল্প পরিদর্শন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান বিভিন্ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। সকালে চত্রংপুর ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও টিফিন বক্স বিতরণী অনুষ্ঠানে ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার।

উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন নারী পুরুষ এবং শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জহুরা বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

মেলা উদ্বোধন

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।

কল্যাণ সভা

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের বাজিতপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিপ্তীময়ী জামানের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা সভা ও প্রচার সপ্তাহের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, আবাসিক মেডিকেল অফিসার মো. জালাল উদ্দিন, জেলা ফেসিলেটর মো. আলম ফরাজী প্রমুখ।

উন্নয়ন সভা

দাউদকান্দি (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা বৃহস্পতিবার দুপুরে সেননগর বাজারের ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন তপন মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রতন শিকদার।

ওরিয়েন্টেশন সভা

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের সিড্‌স প্রকল্পের অধীনে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে ওরিয়েন্টেশন বৃহস্পতিবার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন পরিচালনা করেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সমন্বয়কারী হামিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

স্মরণ সভা

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পত্নীতলা উপজেলা আ'লীগের প্রয়াত সভাপতি ইছাহাক হোসেনের মৃতু্যবার্ষিকী উপলক্ষে উপজেলা আ'লীগের আয়োজনে বুধবার বিকালে দলীয় কার্যলয়ের সামনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপত্বিতে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ'লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সরকার এমপি, আ'লীগ নেতা শাকিল আহম্মেদ বাদল।

সেবা সেমিনার

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ব্যবস্থাপনা এবং শুদ্ধচার ও উত্তম চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশগ্রহণ করেন ভূমি সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) মো. আনিস মাহামুদ।

মাদকদ্রব্য উদ্ধার

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সদরের নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বিনোদন সিনেমা হলের সামনে থেকে মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, মাদক বিক্রির সময় সামিনা ইয়াছমিন (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অ্যাডভোকেসি সভা

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের হলরুমে সভায় উপজেলা প.প কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া।

প্রচার সপ্তাহ

সাতক্ষীরা প্রতিনিধি

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প.প. অধিদপ্তরের সাতক্ষীরার উপপরিচালক রওশন আরা জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপপরিচালক মো. হুসাইন শওকত।

আইন সেমিনার

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ নিয়ে স্থানীয় পণ্য উৎপাদনকারী সরবরাহকারী, ব্যবসায়ী ও ওষুধ ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন।

মতবিনিময় সভা

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা

পত্নীতলায় ইউএসএআইডির অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ডিজনিটি এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রজেক্টের অংশ হিসাবে সরকারি কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইসু্যতে বুধবার বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ফারজানা খানমের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, দ্বীনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. রহমান, প্রধান শিক্ষক বিনয় শর্ম্মা, সুরভী মান্দা প্রমুখ।

অ্যাডভোকেসি সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ৭-১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে অ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ প. প. অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. তরুণ মন্ডল, সহকারী পরিচালক ডা. অসিত মলিস্নক, সমাজসেবা অফিসার সমির মলিস্নক, সদর ইউএনও মো. সাদিকুর রহমান খান প্রমুখ।

ব্যবস্থাপনা সভা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের ইসলামপুরে খ্রিষ্টান এইড.ইউএন ওমেনের সহযোগিতায় লায়লা মহিলা কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না। সভায় সমিতির নির্বাহী পরিচালক নাহিদ নিহার সুলতানা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

নবীনবরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ'লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মাহ্‌ফুজুল আলম মাসুম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ওসি (তদন্ত) নব গোপাল।

কর্মশালা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়ায় বুধবার সকালে মাতৃমৃতু্য মুক্ত কাপাসিয়া মডেলবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএফপিও মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসান, উপপরিচালক লাজু শামসাদ হক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবুল কালাম আজাদ, ডা. এম এ জুল কাউছার, ইউএনও মোসা. ইসমত আরা প্রমুখ।

মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

৮ দফা দাবিতে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে মানববন্ধন করেছে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখা। জেলা শাখার সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78604 and publish = 1 order by id desc limit 3' at line 1