মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

উদ্বোধন

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কাযর্ক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় চাল বিতরণ কাযর্ক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আমিনুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, কাউন্সিলর মোশারফ হোসেন প্রমুখ। পরে পৌরসভার ৯টি ওয়াডের্ ৪ হাজার ৬২১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

স্মারকলিপি প্রদান

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কাযর্করের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কাযার্লয়ের সামনে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের কাছে স্মাকরলিপি প্রদান করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র ড. মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. তারিকুজ্জামান মনি, ছাত্রলীগ সভাপতি হাসান সিকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূইয়াসহ দলের বিভিন্ন পযাের্য়র নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।

মানববন্ধন

ল²ীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে খুন হওয়া সব শহীদদের খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে ল²ীপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রোববার সকালে জেলা প্রশাসকের কাযার্লয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কমর্সূচি পালন করেন তারা।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

কমর্শালা

সুবণর্চর (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সুবণর্চরে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) আয়োজনে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় সুবণর্চর কৃষি অধিদপ্তরের হলরুমে কৃষকদের নিয়ে নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয়।

বিসিপিএ’র নিবার্হী সদস্য মো. আমিনুল হকের উপস্থাপনায় উপজেলা কৃষি কমর্কতার্ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মুহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রশিক্ষণ পরিচালনা করেন কাজী ওমর ফারুক।

ফিজিওথেরাপি ক্যাম্প

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের বীরগঞ্জে বেসরকারি সাহায্য সংস্থা আশার উদ্যোগে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের মহানপুর আশা শাখা কাযার্লয়ে শনিবার থেকে সোমবার পযর্ন্ত ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোপাল দেব শমার্।

আশা দিনাজপুর (বীরগঞ্জ) জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. একরামুল হকের সভাপতিত্বে এবং আশা মাহানপুর শিক্ষা সুপারভাইজার মো. রওশন এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান, আশা বীরগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক ঘনেশ্বর রায়, মাহানপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. আবেদ আলী প্রমুখ।

উদ্বোধন

বেড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার বেড়ায় মোল্লা বাজাজ মটরস নামে বাজাজ মোটরসাইকেলের ডিলার শোরুম উদ্বোধন হয়েছে। রোববার দুপুর ১২টার সময় বেড়া কানাইবাড়ি মোড় সংলগ্ন মাকেের্ট শোরুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন, পাবনা বাজাজের শাখাপ্রধান মজিবুর রহমান ভ‚ঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ডিলার আলহাজ আবুল বাশার, বাজাজ মোটরসাইকেলের সেলস অফিসার আলমগীর হোসেন, সিনিয়ার ফিল্ড ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, প্রতিষ্ঠানের কমর্কতার্সহ স্থানীয় গণ্যমান্যরা।

শোক র‌্যালি

পঞ্চগড় প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রæত দেশে ফিরিয়ে এনে ফঁাসির রায় কাযর্কর করার দাবিতে পঞ্চগড়ে বিভিন্ন কমর্সূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। রোববার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতাকমীর্রা অংশ নেয়। এ সময় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক মারুফ রায়হানসহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকমীর্রা বক্তব্য রাখেন।

বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পরিবেশ ভারসাম্য রক্ষায় স্কুলশিক্ষাথীর্সহ সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের পঁাচ হাজার চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সবুজ পরিবেশ আন্দোলন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন। গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়াডর্ কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মÐলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন, সদস্য এসএম শামীম আহমেদ, মো. আবুল কাশেম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এসএম পনির প্রমুখ।

মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষাথীের্দর আন্দোলন চলার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর নিযার্তনের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন পালিত হয়েছে।

রোববার সকালে কসবা উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন সাংবাদিক মোবারক হোসেন চৌধুরী নাছির, সজল আহাম্মেদ খান, প্রভাষক নজরুল ইসলাম, এস.এম নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম জালাল, রাসেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7850 and publish = 1 order by id desc limit 3' at line 1