logo
সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৬

  বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা   ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০  

খালেদা জিয়ার মুক্তি জনগণের দাবি আবুল খায়ের

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ আজ আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে মৃতু্যর পথযাত্রী। আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলাদেশকে এবং গণতন্ত্র বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদার জিয়ার মুক্তি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মনজুরুল ইসলাম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক মো. আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান প্রমুখ।

এবং সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে