logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  ফরিদপুর প্রতিনিধি   ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০  

ফরিদপুরে ১২ ইউনিয়ন আ'লীগের কমিটি গঠন

ফরিদপুরে ১২ ইউনিয়ন আ'লীগের কমিটি গঠন
ফরিদপুরে গেরদা ইউনিয়ন আ'লীগের সম্মেলনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন -যাযাদি
ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য ঘোষণা করা হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম। গত ২০ অক্টোবর থেকে শুরু হয় ইউনিয়নগুলোর সম্মেলন।

এসব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সদর উপজেলার সভাপতি আব্দুর রাজ্জাক মোলস্নাসহ শীর্ষ নেতারা উপস্থিত থেকে সম্মেলন সম্পন্ন করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোলস্না জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা ১২টি ইউনিয়নের সম্মেলন শেষ করেছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে।

উপজেলার ১২টি ইউনিয়নের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন- আলীয়াবাদ ইউনিয়নে মো. সাদিক, শাজহাহান বিশ্বাস; ডিক্রীরচরে মো. আনোয়ার হোসেন আবু, মো. দুলস্নাল ফকির; কৈজুরীতে নূর মো. মাজেদ, ফকির মো. সিদ্দিকুর; গেরদায় ফিরজ মোস্তাফা হারিজ, মো. আতিকুর রহমান আতিক; কানাইপুরে মো. জুলফিকার আলী মিনু, রতন সিকদার নিতাই; কৃষ্ণনগরে একেএম বাশারুল আলম বাদশা, আশরাফ হোসেনর মোলস্না; চাঁদপুর ইউনিয়নে আব্দুল হাই মিয়া, মোস্তাফা কামাল; মাচ্চরে মো. ওমর আলী মোলস্না, মো. নূরুজ্জামান শেখ; ঈশান গোপালপুরে খালেক মৃধা, এসএম সুলতান আহমেদ; অম্বিকাপুরে সুরাব মন্ডল, মশিউর রহমান মোশাররফ হোসেন; চরমাধবদিয়ায় খন্দকার নজরুল ইসলাম, অ্যাড. সরদার আওয়াল হাসান প্রমুখ।

\হএবং নর্থচ্যানেলে হাজী মোফাজ্জেল হোসেন, মো. আলমগির হোসেন হেলাল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে