বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি উপ-নির্বাচনে নির্বাচিত যারা

স্বদেশ ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এসব উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেশিরভাগই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :

চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুণ বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৩ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন টিপু আনারস প্রতীকে পেয়েছেন ৭৭৬ ভোট। সোমবার সন্ধ্যা ৭টায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন এ ফল ঘোষনা করেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) :দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৪১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) প্রতীক নিয়ে পান ৩৪০৬ ভোট। সোমবার উপজেলা হলরুমে ফলাফল ঘোষণা করেন ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান।

নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ও বাহাদুরপুর ইউপির সদস্য পদে উপ-নির্বাচনে মো. আফজাল হোসেন ও হানিফ নির্বাচিত হয়েছেন। ভাবিচা ইউপির ৯ ওয়ার্ডে মো. আফজাল হোসেন বুলু (ফুটবল) প্রতীকে ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মামুন (ভ্যানগাড়ি) প্রাপ্ত ভোট ৬০৩। বাহাদুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মো. হানিফ (মোরগ) প্রতীকে ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : দীর্ঘ ১৬ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীন (আনারস) প্রতীকে ৫৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির (নৌকা) ৩৪০৮ ভোট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71314 and publish = 1 order by id desc limit 3' at line 1