শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মোহনগঞ্জে পৌর কর্মচারীদের ওপর হামলা

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
মোহনগঞ্জে পৌর কর্মচারীদের ওপর হামলা

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বুধবার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নবায়নের সময় সন্ত্রাসী হামলায় আবুল কালাম আজাদ ও প্রদীপ কর্মকার নামে দুই পৌর কর্মচারী আহত হয়েছেন। গুরুতর আহত প্রদীপ কর্মকারকে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় তাদের আদায়কৃত ৪৮ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ব্যপারে বুধবার রাতে মোহনগঞ্জ থানায় ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে স্থানীয় শহীদ মিনারে মানববন্ধন করে মোহনগঞ্জ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে