বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাত দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নতুনধারা
  ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
গাইবান্ধার ফুলছড়িতে শিক্ষকদের মানববন্ধন -যাযাদি

স্বদেশ ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ১১তম এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড প্রদানসহ সাত দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এ কর্মসূচি ঘোষণা করে। মানববন্ধনের পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক-শিক্ষিকারা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

পঞ্চগড় : পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক শিক্ষকরা। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, পঞ্চগড় সদর উপজেলা সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ প্রমূখ।

নেত্রকোনা : সাতদফা দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক শিক্ষিকারা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা সদর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক-শিক্ষিকারা বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে শিক্ষক নেতারা নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) : লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম, মিজানুর রহমান, কামাল হোসেন, নুর হোসেন, হাবিব উল্যাহ, ফারুক আহম্মেদ, আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম প্রমুখ।

তালতলী (বরগুনা) : বরগুনার তালতলীতে বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নতুন গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবী উল কবির জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল আহসান প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী): বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩টায় মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেনের নিকট প্রদান করেন।

সদরপুর (ফরিদপুর): ফরিদপুরের সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সদরপুর উপজেলা প্রশাসন চত্বরে অর্ধঘণ্টাব্যাপী মানববন্ধনে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডসহ সাত দফা দাবি জানানো হয়।

রাজাপুর (ঝালকাঠি) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজাপুর উপজেলা শাখার আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সালথা (ফরিদপুর): ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষদের উন্নীত গ্রেডের বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক নাকচ করার প্রতিবাদে ৭ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক শিক্ষকরা। উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন এ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। মানববন্ধন শেষে তাদের দাবি বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

গোয়ালন্দ (রাজবাড়ী): সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ এবং সহকারী ও প্রধান শিক্ষককের মধ্যে বিদ্যমান বেতন স্কেলের ব্যাপক বৈষম্য দূরীকরণের দাবিতে বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেন।

বামনা (বরগুনা) : বরগুনার বামনা উপজেলা পরিষদের সামনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষক্ষকদের ১১তম বেতন স্কেলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সকল বিদ্যালয়ে অর্ধদিবস ক্লাস শেষে বিকাল ৪টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতি বকশীগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান হেলাল, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক প্রণব কুমার সেন, আবদুল হালিম, গাজী আলী আকবর প্রমুখ।

মদন (নেত্রকোনা): বৃহস্পতিবার মদন উপজেলা পরিষদের সামনের সড়কে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রেরণ করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ইসমাইল হোসেন, শিক্ষক নেতা এটি এম কামরুজ্জামান রফিক, আলী উসমান, কামরুজ্জামান, এনামূল হক, শাহ আতিকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67529 and publish = 1 order by id desc limit 3' at line 1