logo
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০, ৪ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ২৬ আগস্ট ২০১৯, ০০:০০  

পটুয়াখালীতে ফায়ার সার্ভিসের মহড়া

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বহুতল ভবনে আগুন লাগলে করণীয়, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে অগ্নি নির্বাপন পদ্ধতি, অগ্নিকান্ড কিংবা দুর্ঘটনা থেকে আহতদের উদ্ধার বিষয়ে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত এই মহড়ার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ফায়রা সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে