logo
বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

  স্টাফ রিপোর্টার, কুমিলস্না   ১২ জুলাই ২০১৯, ০০:০০  

কুমিলস্নায় ২৩ হাজার শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ

কুমিলস্নায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে ২৩ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফার কুমিলস্নার উপ-পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব, কর্মকর্তা মোহা. সফি উলস্নাহ, মো. আবদুর রহিম প্রমুখ।

উলেস্নখ্য, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা স্তরের মেধাবি শিক্ষার্থীর মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

ইফা কুমিলস্নার অধীন জেলার ১৭টি উপজেলার ২ হাজার ২৯৩টি কেন্দ্রের চার থেকে ১০ বছর বয়সের এসব শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

\হ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে