শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুয়াওয়ে সংকটে চাপের মুখে এশিয়ার শেয়ারবাজার

যাযাদি ডেস্ক
  ২৩ মে ২০১৯, ০০:০০

চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা কোম্পানি হুয়াওয়ে নিয়ে চলমান সংকট ও চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে চাপের মুখে রয়েছে এশীয় ইকুইটিগুলো। বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে গতকাল বিশ্বের প্রধান প্রধান শেয়ারবাজারে এশীয় ইকুইটিতে পতন দেখা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে হুয়াওয়ের ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করায় এশিয়ার শেয়ারবাজারগুলোয় সামান্য উলস্নম্ফন প্রত্যক্ষ করা গেলেও তা এখনো চার মাসের সর্বনিম্নে রয়েছে। এ সংকট আরো কিছুদিন বহাল থাকবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স, এএফপি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়ের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা এবং কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেয়ার কয়েক দিন পর চীনা টেলিকম জায়ান্টটির সঙ্গে সম্পর্ক ছিন্নের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এর প্রতিক্রিয়ায় ওয়াল স্ট্রিটের প্রযুক্তি সূচক নাসডাক কম্পোজিটে তীব্র পতন ঘটে, যা আঞ্চলিক বিনিয়োগকারীদের ভীত করে তুলেছে।

জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি উলেস্নখ করে চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেয়া এ পদক্ষেপ ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে চলমান শুল্কযুদ্ধ পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে। যদিও চলতি মাসের শুরুতে বিশ্বের শীর্ষ অর্থনীতি দুটি সংঘাত মীমাংসার কাছাকাছি রয়েছে বলে আশা করা হচ্ছিল।

সোমবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চীনা দূত ঝাং মিং হুয়াওয়েকে ঘিরে মার্কিন পদক্ষেপকে 'ভুল আচরণ' উলেস্নখ করে বলেন, এর যথাযথ প্রতিক্রিয়া দেখা যাবে। তিনি সতর্ক করে বলেন, চীনা কোম্পানির আইনসম্মত অধিকার ও স্বার্থ ক্ষুণ্‌ন হয়েছে। এ পরিস্থিতিতে চীন সরকার নীরবে বসে থাকবে না।

এ প্রসঙ্গে লন্ডনের প্রিন্সিপাল গ্লোবাল ইনভেস্টরসের জ্যেষ্ঠ বিনিয়োগ কৌশলী সীমা শাহ বলেন, যুক্তরাষ্ট্র ও হুয়াওয়ের দ্বৈরথ আরো খারাপের দিকে মোড় নেয়ায়, বাণিজ্যযুদ্ধ ক্রমে প্রযুক্তিযুদ্ধে পরিণত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। শাহ বলেন, এ প্রবণতা যত বাড়বে, পারিপার্শ্বিক ক্ষতির পরিমাণ, বিশেষত এশিয়া ও যুক্তরাষ্ট্রে তত বড় হবে, কিন্তু সারা বিশ্বেই এর প্রভাব দেখা যাবে।

আগামী মাসে জি২০ সম্মেলনে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে অর্থনৈতিক পরাশক্তি দুটির স্থগিত আলোচনায় কোনো অগ্রগতির সম্ভাবনা নেই বলে সতর্ক করেছেন বেশকিছু পর্যবেক্ষক।

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ অবসান নিয়ে অনিশ্চয়তা ও হুয়াওয়ের নিষেধাজ্ঞা শিথিল বৈশ্বিক ইকুইটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গতকাল ইউরোপে ব্রড ইউরো স্টক্স ৬০০ সূচকে দশমিক ৩ শতাংশ, জার্মানির ডিএক্স সূচকে দশমিক ৬ শতাংশ এবং ফ্রান্সের সিএসি সূচকে দশমিক ২ শতাংশ উলস্নম্ফন দেখা যায়। অন্যদিকে জাপান বাদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমএসসিআই ব্রড ইনডেক্স মাত্র দশমিক ১ শতাংশ বাড়তে দেখা যায়, তবে সূচকটি এখনো চার মাসের সর্বনিম্নেই রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50675 and publish = 1 order by id desc limit 3' at line 1