শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ মে ২০১৯, ০০:০০

সিপিবির মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ীতে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

বুধবার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা খেতমজুর সমিতির সভাপতি একরামুল হোসেন বাদল।

কৃষিবিদ এটিএম মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মিহির ঘোষ, কমরেড তাজুল ইসলাম প্রমুখ।

আ'লীগের সভা

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান প্রমুখ।

\হ

প্রেসক্লাবের মাহফিল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রেসক্লাব সভাপতি জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

আরপিএমপির ইফতার

রংপুর প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশ লাইনের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরপিএমপি কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ। ইফতার মহফিলে ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম,র্ যাব-১৩ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, জেলা প্রশাসক এনামুল হাবীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

ওপেন হাউস ডে

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে বুধবার বেলা ১১টায় থানা চত্বরে ওপেন হাউস ডে পালিত হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ ওবায়দুর রহমান বেলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছামিউল আলম (পিপিএম) প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুর রফ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জহিরুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, পরিবার পরিকল্পনার উপপরিচালক প্রশিক্ষণ ফাহমিদা সুলতানা।

মাঠ দিবস

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) বাস্তবায়ন ও সহযোগিতায় গতকাল উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের উত্তর চিলমারী এলাকায় টেকসহ মাটি ব্যবস্থাপনা অংশ কৃষি উন্নয়ন প্রকল্পের এই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার মো. শামসুদ্দিন মিয়া। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মো. শামসুজ্জামান, আইএফডিসি'র মাঠ সমন্বয়কারী মো. নাজমুল হক, সংশ্লিষ্ট বস্নকের উপসহকারী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, প্রদর্শনীভুক্ত কৃষক মধুসুদন প্রমুখ।

ইফতার মাহফিল

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এ অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভেকেট চন্দন কুমার পাল প্রমুখ।

\হ

মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

ধানের ন্যায্যমূল্যের দাবিতে বুধবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।

কৃষক সমিতির জেলা সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ধীরেন্দ্র নাথ দাস, আজিজুল হাসান খোকা, সৌমেন দাস ভরত, সুকুমার সরকার, আবদুস সামাদ প্রমুখ।

উন্মুক্ত বাজেট

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মো. আব্দুল জলিল সুইট।

হাঁসাইগাড়ী ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য মোট আয় ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা ও মোট উন্নয়ন ব্যয় ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৮০০ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. মাহবুব আলম, ইউপি সদস্য আমিনুল ইসলাম, আবুল হোসেন প্রমুখ।

গাঁজা গাছ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে মঙ্গলবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাগাছ উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম বলেন, গ্রামবাসীর অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। পরে একটি শসা খেতের মাঝখান থেকে গাঁজার চারটি বড় গাছ উদ্ধার করা হয়। পুলিশি অভিযানের খবর পেয়ে শসাখেতের মালিক রফিকুল পালিয়ে গেছেন।

আলোচনা সভা

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগর পৌরসভা ও বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা ভবনে পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন।

দোয়া মাহফিল

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও ইফতার মাহফিল সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সহ-সভাপতি আব্দুল হালিম, ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

বাজেট ঘোষণা

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সদরপুর উপজেলার ৫নং ভাষানচর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট ঘোষণা করা হয়। ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছমির বেপারীর সভাপতিত্বে সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব তামান্ন বেগম।

টুর্নামেন্ট উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের সেতাবগঞ্জ ঐতিহাসিক বড়মাঠে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি থেকে ৩য় মরহুম ফিরোজ্জামান স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন করেছেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আনোয়ার চৌধুরী, অতিরিক্ত সম্পাদক তীলক কুমারশীল, যুগ্ম সম্পাদক বরুন চন্দ্র সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50653 and publish = 1 order by id desc limit 3' at line 1