বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ মে ২০১৯, ০০:০০

প্রশিক্ষণ কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব মো. গোলাম কবির।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে আদিতমারী উপজেলায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর আসিফ আহমেদ প্রশিক্ষন পরিচালনা করেন। কর্মশালায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. রবিউল আউয়াল, প্রকল্পের প্রোগাম ম্যানেজার প্রশান্ত কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।

চাল সংগ্রহ

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডা. মনছুর রহমান এই অভিযানের উদ্ধোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জাহিদুল হক, কৃষি কর্মকর্তা মনজুরে মৌলা, খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. মোজ্জাফর হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন।

বাজেট ঘোষণা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান ইসরাইল হকের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নটবর বর্মণ, সাবেক ইউপি সদস্য আয়েশ উদ্দিন, সমাজ সেবক আব্দুল হক, ইউপি সদস্য মজিবুর রহমান। বাজেট সভায় চেয়ারম্যান ইসরাইল হক জানান, ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা।

মিছিল ও সমাবেশ

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের রাজারহাটে আর্মি রেশনিং চালুর দাবিতে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১৯ মে রোববার দুপুরে হাসপাতাল রোড রেল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তিস্তা রোডে চৌরাস্তা মোড়ে এক সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জেলা উপেন্দ্রনাথ রায়, সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক ফুলবর মিয়া, বাসদের উপজেলার নেতা প্রভাত চন্দ্র রায়, জিয়াউর রহমান প্রমুখ।

চাল ক্রয় উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাল ক্রয় উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোলেমান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. শাহানাজ বেগম, চালকল মালিক সমিতির সভাপতি শাহাদৎ হোসেন আনন্দ, মিলার আলহাজ গোলাম রব্বানী, জহুরুল ইসলাম সরদার, লুৎফর রহমান মুক্তা ও ইমদাদুল হক প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জ সোমবার সকালে প্রো-পুওর গ্রোথ অব রুরাল এন্টার প্রাইজেস থ্রম্ন সাসটেইনেবল স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রেস স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্র্যাক এসডিপি প্রোগ্রাস, ব্র্যাকের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় বণিক সমিতির সভাকক্ষে হালকা প্রকৌশল শিল্প মালিকদের নিয়ে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকরণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম প্রমুখ।

\হফিল্ড টেকনিক্যাল অফিসার এসডিপি প্রোগ্রেস ব্র্যাক মো. জুয়েল মিয়া, কেন্দ্রীয় বণিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহাবুর আলম প্রমুখ।

উঠান বৈঠক

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২ পর্যায়) এর আওতায় সোমবার বেলা ১১টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে নোওয়াগাঁও গ্রামে মাস্টার বাড়িতে তথ্য আপা'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অ্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুলস্নাহ আল আমিন জনি প্রমুখ।

অনুদান প্রদান

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগর সোমবার সকালে উপজেলার নাজিরগঞ্জ, রানীনগর ও সাগরকান্দী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবাররে মধ্যে ১.৫ বান্ডিল ঢেউটিন ও ৪ হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এ অনুদান বিতরণ করেন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, পৌর আ'লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আ. সালাম, বিশিষ্ট ব্যাবসায়ী হেদায়েতুলস্না ডাবলু প্রমুখ।

চেক প্রদান

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

পিকেএসএফের শিক্ষাবৃত্তির আওতায়, আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এবং পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সোমবার উপজেলা প্রশাসন হলরুমে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। বিতরণকালে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের রিজিওনাল ম্যানেজর বিদু্যৎ কুমার সাহা, এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পবিত্র  মাহে রমজান উপলক্ষে সোমবার বিকালে উপজেলা  যুবলীগের উদ্যোগে এস এস মাযহারুল হক অডিটরিয়ামে  আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ আহাম্মেদুল কবির উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুইয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।

ইফতার মাহফিল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌরমেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান প্রমুখ।

\হ

দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে রোববার জেলা কালেকটরেট প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ'লীগ সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহ্‌রা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলায় সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার নমিতা দের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে আলোচনা পেশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, উপজেলা সহকারী প্রোগ্রামার ফুয়াদ মোহাম্মদ খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50379 and publish = 1 order by id desc limit 3' at line 1