logo
মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা   ১৬ মে ২০১৯, ০০:০০  

আশুলিয়ায় উচ্ছেদ অভিযান

নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকান পাট ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বাইপাইলে হাজী সদর আলী শপিং কমপেস্নক্সের সামনে সড়ক ও জনপথের জমি দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল একটি মহল। ম্যাপ অনুযায়ী সরকারি জায়গায় অবৈধভাবে যারা দোকান-পাট তৈরি করে দখল করে ছিল তা ভেঙে দেয়া হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে