logo
সোমবার ২৬ আগস্ট, ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

  চাঁদপুর প্রতিনিধি   ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০  

চাঁদপুরে জাতীয় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুরে আট জেলার অংশগ্রহণে ৩ দিনব্যাপী জাতীয় কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় অবস্থিত মেঘনা ও ডাকাতিয়া নদীতীরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী জেলার মাঝে পুরস্কার বিতরণ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে