শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০

প্রযুক্তি সপ্তাহ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে বৃহস্পতিবার ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এডবিস্নউএম রায়হান শাহ্‌র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আখতারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইব্রাহিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাঈদ হাসান প্রমুখ।

বস্ত্র বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার সকালে অসহায় দুস্থ পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বিশ্ব ইনসানিয়াত বিপস্নবের প্রবর্তক আলস্নামা ইমাম হায়াতের নির্দেশনায় আখাউড়া শাখার উদ্যোগে রেলওয়ে স্টেশন চত্বরে ৩০জন ছেলেমেয়েকে প্যান্ট, শার্ট, জামা-ফ্রক ও প্যাকেট খাবার দেয়া দেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপস্নবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, আজাদ মিয়া, অ্যাডভোকেট রাফিউদ্দিন, ইউসুফ সরকার, শরীফ মৃধা, রওনক রুবেল, মোস্তাফিজুর রহমান, তানিয়া আক্তার, আশা আক্তার, মঞ্জু আহমেদ, সুজাত খান প্রমুখ।

শ্রেষ্ঠ নির্বাচিত

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সার্বিক বিবেচনায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এই কলেজকে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত করে জেলায় তালিকা পাঠিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করেন। উলেস্নখ্য ২০১৬ সালের ১ ফেব্রম্নয়ারি বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ প্রতিষ্ঠিত হয়। দানবীর প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান এই কলেজের প্রতিষ্ঠাতা।

গম প্রদর্শনী

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুরে নোয়াগাঁও গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার চলতি অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে রবি মৌসুমে স্থাপিত বারি ৩০ জাতের 'গম প্রদর্শনী' মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য দেন, ময়মনসিংহ খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আবু সাঈদ সরকার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মৌসুমী পাল, ডিকেআইবি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা পৌরসভা পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয় (কিন্ডার গার্টেন) স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে দিনভর ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, পৌর সচিব লিয়াকত আলী, শিক্ষক রহমত আলী।

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটির্ যালি বের করা হয়। পরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

জাটকা জব্দ

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা চালা বাসস্ট্যান্ড বাজারে ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াছমিন, মৎস্য কর্মকর্তা আইযুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন প্রমুখ।

বস্ত্র বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির ৭১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার জয়নগর ব্রিজের মোড়ে আসহায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিপুণ সরকার বাপ্পা, সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান আকন্দ, কেন্দ্রীয় সাচিব সদস্য ডা. প্রশান্ত সরকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি লিংকন, সুব্রত সেনাপতি শুভ, নান্টু চক্রবর্তী প্রমুখ।

উৎসব পালিত

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের বীরগঞ্জে রহিম বখ্‌শ উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে রহিম বখ্‌শ উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ওই পূর্তি উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক। বিদ্যালয়ের সভাপতি হাসান মো. বদরুদ্দোজা মুক্তার সভাপতিত্বে এবং রহিম বখ্‌স উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপপ্রধান শেখ মো. শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, শিল্পপতি মনজুরুল ইসলাম মনজু।

ড্রেন নির্মাণ

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা

পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভার ১৪০ মিটার আরসিসি ঢালাই ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন বৃহস্পতিবার বেলা ১১টায় করা হয়েছে। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গাফফার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই নর্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ) প্রমুখ।

সাধারণ সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মালিক সমিতির সভাপতি পবিত্র কুমার দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোলেমান আলী ও থানা ওসি এসএম আব্দুস সোবহান। সম্মানিত অতিথি পৌরমেয়র আব্দুলস্নাহ আল মামুন।

মাঠ দিবস

দাকোপ (খুলনা) সংবাদদাতা

অস্ট্রেলিয়ার এসিআইএআর এবং বাংলাদেশের কেজিএফ যৌথ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরজমিন গবেষণা বিভাগের আয়োজনে খুলনার দাকোপে উপকূলীয় লবণাক্ত এলাকায় গমের বিভিন্ন জাতের উপযোগিতা যাচাইয়ের ওপর কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের মশামারী এলাকায় প্রদর্শনী খামার প্রাঙ্গণে গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর মহাপরিচালক নরেশ চন্দ্র দেব বর্মা।

বিশেষ মহড়া

আলীকদম (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবানের আলীকদম উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন উদ্ধার ও প্রাথমিক প্রবিধান সম্পর্কিত মহড়া বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অগ্নিকান্ডসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের বিশেষ মহড়ার আয়োজন করা হয়। আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিড়ার, বাবু হ্লামং মার্মা এ মহড়া পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42208 and publish = 1 order by id desc limit 3' at line 1