বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিজার্গঞ্জে বেড়িবঁাধ ভেঙে পঁাচ গ্রাম প্লাবিত

মিজার্গঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০

মিজার্গঞ্জে অমাবস্যার প্রভাবে স্থানীয় পায়রা নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বেড়েছে পেয়েছে। স্রোতের তোড়ে মঙ্গলবার পায়রা নদীর তীরবতীর্ উপজেলার পিপড়াখালী বাজার থেকে কালিকপুর বাজার পযর্ন্ত ইতিপূবের্ দেবে যাওয়া প্রায় ২ কি. মি. ওয়াপদা বেড়িবঁাধের অনেকাংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। প্রবল বেগে পানি ঢুকে ওই ইউনিয়নের পঁাচ গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে- মিজার্গঞ্জ ইউনিয়নের পিপড়াখালী, সুন্দ্রা, কলাগাছিয়া, আন্দুয়া ও কালিকাপুর গ্রাম। পানিতে তলিয়ে গেছে প্রায় ৩ হাজার একর জমির সদ্য রোপা আউশের ক্ষেত ও আমনের বীজতলা। এ ছাড়া জোয়ারের ওই সব গ্রামের বাড়িঘরে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ায় সংশ্লিষ্ট এলাকাবাসী চরম দুভোের্গর শিকার হচ্ছে।

এ ব্যাপারে মিজার্গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম লিটন উল্লিখিত বেড়িবঁাধটি শিগগিরই মেরামতের জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকট দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4132 and publish = 1 order by id desc limit 3' at line 1