শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহালছড়ির-মুবাছড়ির সড়কের বেহালদশা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি গত কয়েক দিনে টানাবষের্ণর কারণে বন্যার পানিতে দুপাশ থেকে মাটি সরে গিয়ে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। কালভাটির্টও এখন খুবই ঝুঁকিপূণর্ অবস্থায় পড়ে আছে। যেকোনো মুহ‚তের্ ধসে পড়তে পারে। এ সড়কটিতে মুবাছড়ি ইউনিয়ন ছাড়াও পাশ^র্বতীর্ নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নবাসী এ যাবৎ ব্যবহার করে আসছেন। ফলে দুভোের্গ পড়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ।

মুবাছড়ি ইউনিয়নের জনসাধারণ বেশিরভাগেই কৃষির ওপর নিভর্রশীল। বিভিন্ন ফসলাদি উৎপাদন করে হাটবাজারে বিক্রি করে তারা জীবিকা নিবার্হ করে থাকেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এ সড়কটির ওপর দিয়ে মালামাল বহনকারী যানবাহন চলাচল করতে পারছে না। মুবাছড়ি ইউনিয়নের কৃষক উৎপাদিত ফসলাদি হাটবাজারে আনতে পারছেন না।

খুল্যাংপাড়া গ্রামের এক কৃষক জীতেশ চাকমা বলেন, সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়ায় এখানকার কৃষক সময়মতো বাজারজাত করতে পারছে না বলে কলা, আনারস, আমসহ বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল পেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে। সড়কটি দ্রæত মেরামত না হলে গ্রামে যারা কৃষির ওপর নিভর্রশীল তাদের না খেয়ে থাকতে হবে। সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহŸান জানান তিনি। এ বিষয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, সড়কটির দ্রæত মেরামত হওয়া দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে অবগত করেছেন। কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যেকোনো মুহ‚তের্ কালভাটর্ ও রাস্তা দুটোই ভেঙে যেতে পারে। এতে এলাকাবাসী আরও বড় ধরনের বিপদের মুখে পড়বে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4131 and publish = 1 order by id desc limit 3' at line 1