শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় প্রাথমিক শিক্ষকের ৮৬ পদ শূন্য

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ শিক্ষকের পদ দীঘর্ দিন ধরে শূন্য রয়েছে। ফলে এ বিদ্যালয়গুলোতে শিক্ষাথীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৬টি প্রধান শিক্ষক , ৫৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলার প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৫টি শিক্ষক পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক পদশূন্য বিদ্যালয়গুলো হলো- হাটগ্রাম, মহিষবাতান, ময়দানদিঘী, পুকুরপাড়, অষ্টমনিষা, বড় বিশাকোল, দিলপাশার, হাটউধূনিয়া, আদাবাড়িয়া, লামকান, হেলেঞ্চা, বাওনজানপাড়া, নূরনগর, চঁাদপুর, চক্রপাড়া, মধুরগাঁতি, দুধবাড়িয়া, কঠোবাড়িয়া, নন্দীমরিচ, খাঁনমরিচ, চকদিঘর, বেতুয়ান পূবর্-দক্ষিণপাড়া, কৈডাঙ্গা নতুনপাড়া, জগদিসপুর, ডাঙ্গাপাড়া ও পুইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কমর্কতার্ খ. ম জাহাঙ্গীর বলেন, অল্প সময়ের মধ্যেই এ শূন্যতা কেটে যাবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4129 and publish = 1 order by id desc limit 3' at line 1