শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক যুগে শেষ হলো ব্রিজের নিমার্ণ কাজ!

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০

দীঘর্ একযুগ পর পাবনার ভাঙ্গুড়া-নওগঁা সড়কের গোমানি নদীর ওপর নিমির্ত নৌবাড়ীয়া ব্রিজের নিমার্ণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পাবনা পুলিশ লাইন্স মাঠে সদ্য নিমার্ণ কাজ শেষ হওয়া ৩১টি প্রকল্পের উদ্বোধনকালে এ ব্রিজটির উদ্বোধন করেন।

জানা গেছে, দুই সরকারের আমলে সেতুটির দুইবার ভিত্তিপ্রস্তর স্থাপন, আটবার দরপত্র আহŸান ও চারবার ঠিকাদার পরিবতর্ন করার মধ্য দিয়ে মূল ব্রিজের নিমার্ণ কাজ চলতি মাসে সম্পন্ন হয়। সেতুটির দৈঘর্্য ১৮০ দশমিক ২৫ মিটার। প্রথমে এর নিমার্ণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৮২ লাখ টাকা। কিন্তু বারবার দরপত্র পরিবতের্নর কারণে কাজটি শেষ করতে ব্যয় লেগে যায় ৮ কোটি টাকা।

আরও জানা যায়, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এ নদীর ওপর একটি সেতু নিমার্ণ করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অথার্য়নে ২০০৬ সালের ১৯ অক্টোবর বিএনপির স্থানীয় সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম এ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথম দফায় ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিমার্ণ কাজ শুরু করে। আংশিক কাজ করার পর হঠাৎ কাজ বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানটি। এরপর ২০০৭-০৮ অথর্বছরে নাটোরের একটি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। এ প্রতিষ্ঠানটিও কিছু কাজ করে চলে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালের ১৭ মে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন দ্বিতীয় দফায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় আমিন ট্রেডাসর্ নামের একটি প্রতিষ্ঠান কাজ নেয়। প্রতিষ্ঠানটি ২০১৩ সালের প্রথমদিকে কাজ শুরু করে। কিন্তু ৫৮ ভাগ কাজ হওয়ার পর তারাও চলে যায়। সবশেষে ২০১৬ সালের শুরুতে চতুথর্বারের মতো পাবনার বেড়া উপজেলার আইটি অ্যান্ড এম এ জে ভি নামে ঠিকাদারী প্রতিষ্ঠান মূল ব্রিজের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, ব্রিজটি নিমাের্ণর ফলে পাবনা ও সিরাজগঞ্জের চার উপজেলার কয়েক লাখ মানুষ দীঘির্দনের ভোগান্তি থেকে রক্ষা পেল। সেই সঙ্গে উপজেলার দুগর্ম এলাকার সঙ্গে সদরের যোগাযোগব্যবস্থা সহজ হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4019 and publish = 1 order by id desc limit 3' at line 1