শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ জুলাই ২০১৮, ০০:০০

সংবাদ সম্মেলন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা যুবলীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলমাকান্দা প্রেসক্লাব কাযার্লয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, সহসভাপতি সোহেল রানা, আব্দুল ওয়াহাব, শামসুদ্দিন খান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ কবীর প্রমুখ ।

নিবাির্চত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিবাির্চত হলেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সভাপতি আরিফ মাহমুদ। বিএনপির সংশোধিত নতুন গঠনতন্ত্র অনুযায়ী আরিফ মাহমুদকে দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ হিসেবে নিবার্চন করা হয়। অত্র কমিটির সাংগঠনিক সম্পাদক-১সহ অন্যান্য পদে পূবের্ নিবাির্চত সব ব্যক্তির নাম অপরিবতির্ত থাকবে। রোববার দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম সামসুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ আবুল হাসেম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ক্যাম্পেইন

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

খুলনার ডুমুরিয়ায় শনিবার ২৬ হাজার ৬১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ডুমুরিয়া হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ ৩৩৭টি ভ্রাম্যমাণ কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিসংখ্যান কমর্কতার্ মো. আরিফুজ্জামান, খুলনা পাবলিক হেলথ নাসের্র চন্দ্রবলী মÐল, ডুমুরিয়া হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট জিএমএ সামাদ প্রমুখ।

মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

নবম ওয়েজবোডের্ মফস্বল সাংবাদিকদের অন্তভুর্ক্তসহ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কমর্সূচি পালিত হয়। শনিবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কমর্সূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আ. আলিম হিমু। এ সময় বক্তব্য রাখেন, হাসানুর রহমান ঝন্টু, হাফিজুর রহমান, সাইদুল ইসলাম মন্টু, মতিয়ার রহমান, ইউসুফ হোসেন প্রমুখ।

বিদায় সংবধর্না

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবধর্না দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথীর্ ও অভিভাবকরা । শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে তাকে এ সংবধর্না দেয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৪ নম্বর ওয়াডের্র সদস্য জুনেদ তরফদার শাহেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অমিতাভ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারি সামছুল আলম, বিদায়ী শিক্ষক মো. ফারুক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোজিনা আক্তার, পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইদন উল্ল্যা প্রমুখ।

যোগদান

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচরে বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে ৩ হাজার নেতাকমীর্ নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন সন্ন্যাসীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাল ও শিবচর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জুলহাস মাল।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সন্ন্যাসীরচর ইউনিয়নের সেক্টর কমান্ডার তোফাজ্জেল হোসেন খান (তোতা) প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বানারীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসক হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের উপস্থিতিতে অভিভাবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম) প্রথমে বানারীপাড়ার নতুন মুখ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ পরে বানারীপাড়া হাইকেয়ার বধির স্কুল, বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ইলুহার জসিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।

হজ প্রশিক্ষণ

ফরিদগঞ্জ (চঁাদপুর) প্রতিনিধি

গতকাল শনিবার ফরিদগঞ্জ এ আর হাইস্কুল হল রুমে কসমিক এয়ার ইন্টারন্যাশনালের অধীনে এই উপজেলার প্রায় ৫০ জন মুসল্লি পবিত্র হজ পালনে যাওয়ার পূবের্ তাদের নিয়ে একদিনের এক প্রশিক্ষণের আয়োজন করে।

এর আগে কসমিক এয়ার ইন্টারন্যাশনাল দিনব্যাপী হজ প্রশিক্ষণ উদ্বোধন করেন, ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কমর্কতার্ এএইচএম মাহফুজুর রহমান। এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজল, অধ্যক্ষ মাওলানা, রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা, ইউনুছ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।

রূপগঞ্জে সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা নিবার্হী কমর্কতার্ আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতার্ ওমর ফারুক ভুঁইয়া, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।

মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ায় মাদক-চোরাচালানবিরোধী ও নারী-শিশু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার কেঁড়াগাছির সোনাই নদী তীরে হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফজলে উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কাতির্ক চন্দ্র মিত্র, ইউপি সদস্য জিএম মহিদুল গাজী, রানা হোসেন, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, কাশেম আলী, রফিকুল ইসলাম প্রমুখ।

সংবধর্না

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কমর্কতার্-কমর্চারীদের আলোচনা সভা, বিদেশগামী কমীের্দর সনদপত্র, এসইআইপি-এর ড্রাইভিং লাইসেন্স বিতরণ এবং এসএসসি (ভোক) ২০১৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীের্দর সংবধর্না অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নিবার্হী অফিসার শীলু রায় ও মিসেস সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন।

উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় নগর মামুদ উচ্চবিদ্যালয়ের শ্রেণি কক্ষের নবনিমির্ত সম্প্রসারণ ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ওই ভবনের উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের অথার্য়নে নিমির্ত ওই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোতালেব সরকার, প্রধান শিক্ষক সহিজল হক, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ইউপি সদস্য আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

কমিটি অনুমোদন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশে কমিটি গঠনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার মো. আব্দুল্লাহ আল ফরিদকে সভাপতি ও ইসমাইল হোসেন শাকিলকে সাধারণ সম্পাদক করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. তৌফিকুল ইসলাম সবুজ ও যুগ্ম আহŸায়ক কাউছার হানিফ এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

স্মরণসভা

দুগার্পুর (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার দুগার্পুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড অনিমা সিংহের ৩৮তম মৃত্যুবাষির্কী উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. আ. মালেকের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মনিসিংহ ও অনিমা সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি ছিলেন কৃষক সমিতি জেলা কমিটির সভাপতি অধ্যাপক আনিসুল হক, সিপিবি জেলা কমিটির সদস্য স্বপন চৌধুরী।

মোড়ক উন্মোচন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা ব্রান্ডিং বুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সাকির্ট হাউস হলরুমে জেলা ব্রান্ডিং বুকের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এসদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমূখ।

মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট কতৃর্ক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রোববার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মোন্নাফ তালুকদার, মসলিম মÐল, সেলিনা তালুকদার, নিলুফার ইয়াসমীন প্রমুখ।

অথর্দÐ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অথর্দÐসহ প্রায় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে উপজেলা নিবার্হী অফিসার দেবাংশু কুমার সিংহ আজমিরীগঞ্জ সদরের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে মো. আবু তাহের মিয়াকে ১০ হাজার, হেলাল মিয়াকে ৮ হাজার টাকা অথর্দÐ ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘর থেকে ২৮৬ পিস কারেন্ট জাল জব্দ করে সন্ধায় থানা প্রাঙ্গণে আগুন জ্বালিয়ে বিনষ্ট করা হয়।

মতবিনিময় সভা

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ শীষর্ক স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে মুক্তাগাছা সাউথ এপি, ওয়াল্ডির্ভশন বাংলাদেশের উদ্যোগে এপিসি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা এপিসি ম্যানেজার প্রকাশ চাম্বুগং।

এপি ম্যানেজার (ভারপ্রাপ্ত) আশুতোষ রেমা ও প্রোগ্রাম অফিসার স্টুয়াডর্ শুভেন্দু খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তাগাছা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আতা ইলাহী, প্রেসক্লাবের সহসভাপতি শামছুদ্দিন মাস্টার, সাংবাদিক নেতা মনোনেশ দাস প্রমুখ।

আলোচনা সভা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কমর্সূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ প্রল্পের আওতায় স্থানীয় প্রশাসনের সাথে জনগণের আন্তঃসম্পকর্ উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ হল রুমে, ইউরোপীয় ইউনিয়নের অথার্য়নে বেসরকারি সংস্থা ওয়াল্ডর্ ভিশন, পল্লীশ্রী ও পামডো’র আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কমর্কতার্ আখতারুজ্জামান, ইউপি সচিব নুর আলম, ইউপি তৌশিলদার নজরুল ইসলাম, ইউপি সদস্য জাকির, আনারুল ইসলাম, রবিউল ইসলাম, পাতিয়ার রহমান, মনজেল, মহিলা ইউপি সদস্যা আক্তার বানু, নুরবানু প্রমুখ।

সম্মেলন

রামগঞ্জ (ল²ীপুর) সংবাদদাতা

ল²ীপুরের রামগঞ্জ উপজেলার চÐিপুর ইউপি কৃষকলীগের ত্রি-বাষির্ক সম্মেলন রোববার দুপুরে মাসিমপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার খান মডানর্ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3689 and publish = 1 order by id desc limit 3' at line 1