বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুনাের্মন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ব্যাটমিন্টন মাঠে শাপলা দলকে হারিয়ে বিজয়ী হয় ডালিয়া দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবতীর্ প্রমুখ।

ভবন উদ্বোধন

ধুনট (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার ধুনট পৌরসভার ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে নিমার্ণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। এ সময় উপস্থিত ছিলেন মেসাসর্ রুনা এন্টারপ্রাইজের পরিচালক শিল্পপতি নজরুল ইসলাম, পৌরসভার সচিব শহিনুর রহমান, প্রকৌশলী আবু হাসান ভূইয়া, মাহমুদুল হাসান টুকু, কাউন্সিলর সোলায়মান আলী, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

সোলার ল্যাম্প বিতরণ

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে সরকারি অথার্য়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে সোলার ল্যাম্প বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। এই উপলক্ষে রোববার সকালে নব্যচর, কোয়ালিকান্দি ও জোনাইল উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল করিম। পরে উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান ছাত্রছাত্রীদের হাতে সোলার ল্যাম্প তুলে দেন।

ক্রীড়া প্রতিযোগিতা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির গুইমারার ইউনিয়ন পযাের্য় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৯ সমাপ্তি হয়েছে। রামগড় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উ¤্রাচিং চৌধুরীর সভাপতিত্বে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। এ সময় ১৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষীকারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে রোববার লন্ডনী মাকেের্ট স্বপ্নের ছেঁায়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা প্রশাসনের সহায়তা শতাধিক দুস্থ নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মো. ওয়ালীউল হাসান। স্বপ্নের ছেঁায়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি অনন্যা হিজড়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউএনও মো. ওয়ালীউল হাসান, উপজেলা সমাজ সেবা কমর্কতার্ মো. ইসমাইল হোসেন প্রমুখ।

সংবধর্না প্রদান

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

বাংলাদেশ জমিয়াতুল মোদারেির্ছন নান্দাইল উপজেলা শাখা কতৃর্ক একাদশ জাতীয় সংসদ নিবার্চনে দ্বিতীয় বারের মতো এমপি নিবাির্চত হওয়ায় আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপিকে সংবধর্না প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার ঘোষপালা ফাজিল মাদ্রাসায় ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক হাসানের পরিচালনায় বাংলাদেশ জমিয়াতুল মোদারেির্ছন নান্দাইল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল মুনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন প্রমুখ।

প্রতিষ্ঠাবাষির্কী পালিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার দুপুরে কালীগঞ্জ শহরের মেইন বাস টামির্নালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক পৌর মেয়র মুস্তাফিজুর রহমান বিজু প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রুমখঁা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন চারতলা ভবন ও পালং আদশর্ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন রোববার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রধান কাযার্লয়ের তত্ত¦াবধায়ক প্রকৌশলী মিস বুলবুল আক্তার, কক্সবাজার জোনের নিবার্হী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃদুময় চাকমা, উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।

কম্বল বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতাতের্দর মধ্যে রোববার দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে। বামনডাঙ্গাস্থ আলোর মিছিল বিদ্যানীড় মাঠে অনুষ্ঠানে সংস্থার সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ মশিউর রাব্বানী আপেল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক স্বপন রাম রায় প্রমুখ।

প্রশিক্ষণ সমাপ্ত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়ত কক্ষে ১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের (বারটান) উদ্যোগে তিনদিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।?

সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণে বারটানের প্রধান বৈজ্ঞানিক কমর্কতার্ জ্যোতিলাল বরুয়া, বৈজ্ঞানিক কমর্কতার্ আব্দুল হালিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জসিম উদ্দিন প্রমুখ

বস্ত্র বিতরণ

সীতাকুÐ (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুÐের সাংসদ দিদারুল আলমের ব্যক্তিগত তহবিল থেকে শীতাতের্দর মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুরাদপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো.ইসহাক, ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, রেহান উদ্দিন রেহান প্রমুখ।

উপকরণ বিতরণ

নওগঁা প্রতিনিধি

নওগাঁয় গরিব মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নওগঁা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ‘প্রাক্তন ছাত্রী ফোরাম ও উম্মে কুলসুম মেমোরিয়াল’ এর সহযোগিতায় বিদ্যালয়ের হলরুমে এ উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নীলিমা, প্রাক্তন ছাত্রী ফোরামের ঝিনুক, পদ্মা, জিতু, ইলা, কেয়া, নিলুফা, আজাদি, হাসি, শাহীনা আক্তারসহ অন্য শিক্ষাথীর্ ও অভিভাবকবৃন্দ।

বিদায় সংবধর্না

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর জালাগাড়ী দরগাহপুর মাদ্রাসার দাখিল পরীক্ষাথীের্দর বিদায়ী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা মোস্তফা শাহদুতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পিটিআই সভাপতি নুরন্নবী মিয়া। এসময় অত্র মাদ্রাসা শিক্ষক, শিক্ষাথীর্ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রীতি ক্রিকেট

গাইবান্ধা প্রতিনিধি

পূবালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা ব্রাঞ্চের আয়োজনে শনিবার গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে গাইবান্ধা ও রংপুরের পূবালী ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কমর্কতাের্দর নিয়ে গাইবান্ধা গøাডিয়েটরস ও রংপুর রাইডাসর্ নামে ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সকালে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর পূবালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. কামরুজ্জামান। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার এস এম নাসিরুল ইসলাম।

শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার মোগলহাটে শীতাতের্দর মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার বিকালে মোগলহাট নূরলদীন মুক্ত মঞ্চে সীমান্ত এলাকার ২৫০জন শীতাতর্ ব্যক্তিকে কম্বল, দুটি করে গোসলের সাবান ও কাপড় কাচা সাবান বিতরন করেন জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর চারঘাটে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি ছিলেন চারঘাট পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল। উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাহিদা আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর সচিব মোহাম্মদ রবিউল হক, অত্র বিদ্যারয়ের প্রধান শিক্ষক শামীমা সুলতানা, সহকারী শিক্ষক মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33151 and publish = 1 order by id desc limit 3' at line 1