শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঠিয়ার ধলাট-ছান্দাবাড়ী রাস্তার বেহাল দশা

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
  ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ দিয়ে বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট ওয়াডের্র জায়গীরপাড়া থেকে ছান্দাবাড়ির মধ্যে দিয়ে ছত্রগাছা পযর্ন্ত ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা দেখা দিয়েছে। রাস্তাটি জায়গীরপাড়া থেকে ছত্রগাছা পযর্ন্ত সড়কটি খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই খন্দগুলো ভরে যায়। বেহাল এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন গাড়িচালক ও যাত্রীরা। রাস্তায় খানা-খন্দ থাকায় তীব্র ঝঁাকুনিতে অনেক সময় গাড়ির মূল্যবান জিনিসপত্র ভেঙে যায়। আবার অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এই সড়কে প্রতিনিয়ত দুঘর্টনা ঘটেই চলেছে। সড়কের অধিকাংশ অংশ জুড়েই ছোট-বড় খাদ সৃষ্টি হয়েছে। দীঘির্দন স্থায়ী সংস্কার কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে সব যানবাহন। সামান্য বৃষ্টিতে গতর্গুলো বড় হওয়ায় এবং পিচ ঢালাই উঠে যাওয়ায় পানি আটকে জলাবদ্ধতার ঘটনা ঘটে। এর ফলে ভারী যানবাহন দেবে ও বিকল হয়ে অসহনীয় ক্ষতি হয় যানবাহনগুলোর। তাই কয়েক বছর থেকে এ সড়ক দিয়ে তেমন ভারী যানবাহন চলাচল করা বন্ধ হয়ে গেছে। বড় বড় খাদগুলোতে আটকে পড়ার কারণে অনেক সময় গাড়ি বিকল হয়ে যায়। একই কারণে গাড়ির গতি অনেক ধীর হওয়ায় সময় অপচয় হয়। গাড়িগুলো গতের্ পড়ে ঘন ঘন বিকল হয়ে যাচ্ছে। ধীরগতিতে চলার কারণে সময় নষ্ট হচ্ছে, যাত্রীরা কষ্ট পাচ্ছেন। এ রাস্তাটি বছরের পর বছর ধরেই এমন বেহাল অবস্থায় চললেও এটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে