logo
বুধবার ১৭ জুলাই, ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬

  ফজলুর রহমান রাজন, রাঙামাটি   ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০  

পযর্টক পদচারণায় মুখরিত রাঙামাটি

পযর্টক পদচারণায় মুখরিত রাঙামাটি
পযর্টকের পদচারণায় মুখর হয়ে উঠছে পাবর্ত্য পযর্টননগরী রাঙামাটি। শহরসহ আনাচে-কানাচে বিনোদন ও দশর্নীয় স্পটগুলোতে এখন পযর্টকদের সরব উপস্থিতি লক্ষ্যণীয়। প্রতি বছর বষার্র পরপর পযর্টন মৌসুম শুরু হলেও এবার সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নিবার্চনের কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। নিবার্চন চলাকালে কিছুটা ভাটা পড়লেও নিবার্চনের পরপরই দেশের বিভিন্ন এলাকা থেকে রাঙামাটিতে আসতে শুরু করেছেন পযর্টকরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ করছেন বহু পযর্টক। ছুটছেন শহরসহ আনাচে-কানাচের বিভিন্ন পযর্টন ও বিনোদন স্পটে। রাঙামাটি সরকারি পযর্টন কমপ্লেক্স ছাড়াও সেখানকার মনোরম ঝুলন্ত সেতু, ডিসি বাংলো পাকর্, জেলা পুলিশের পলওয়েল ও লাভপয়েন্ট স্পট, সুবলং ঝরনা স্পট, আরণ্যক, পেদাটিংটিং, টুকটুক ইকোভিলেজ, বেড়ান্যে লেক, বড়গাং, মুন্সী আবদুর রউফ স্মৃতিসৌধ, সুখী নীলগঞ্জ, রাজবন বিহার, চাকমা রাজার বাড়িসহ প্রচুর দৃষ্টিনন্দন ও বিনোদন কেন্দ্রসহ রাঙামাটি শহরের আনাচে-কানাচের স্পটগুলো এখন পযর্টকদের সরব উপস্থিতিতে মুখর। কাপ্তাইয়ের জাতীয় উদ্যান, নৌবাহিনী পযর্টন স্পট, শিলছড়ি স্পট, বিজিবি স্পট, বনশ্রী পযর্টন স্পটসহ বিভিন্ন জায়গায় ছুটছেন পযর্টকরা। পাড়ি জমাচ্ছেন ভারতের মিজোরাম সীমান্তবতীর্ বাঘাইছড়ির সাজেক পযর্ন্ত গিয়ে। প্রতি শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে রাঙামাটির পযর্টন স্পটগুলোতে ভিড় জমছে ভ্রমণপিপাসু লোকজনের। বৃহস্পতিবার থেকে ঘটছে পযর্টকের আগমন। সরেজমিনসহ পযর্টনসংশ্লিষ্ট কতৃর্পক্ষের সূত্রে এসব তথ্যচিত্র জানা যায়।

তবে কতৃর্পক্ষের তথ্য অনুযায়ী নিবার্চন চলাকালীন সম-সাময়িক কয়েকদিন ছাড়া রাঙামাটির পযর্টনে তেমনটা নিবার্চনী নেতিবাচক প্রভাব পড়েনি। এখন পযর্টকদের পদচারণায় মুখর পাবর্ত্য পযর্টননগরী রাঙামাটি। রাঙামাটি পযর্টন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া বলেন, এখন পযর্টনের ভরা মৌসুম। বতর্মানে প্রচুরসংখ্যক পযর্টকের আগমন ঘটছে রাঙামাটিতে। রাঙামাটি পযর্টন হলিডে কমপ্লেক্সে এখন বুকিং থাকছে প্রায় শতভাগ। সরকারি সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্র ও শনিবার পযর্টকদের পদচারণায় মুখর থাকছে রাঙামাটি পযর্টন কমপ্লেক্স।

কমপ্লেক্সের বাইরেও জমছে পযর্টকদের কোলাহল। পযর্টন কমপ্লেক্সে রাজস্ব আয় এখন মোটামুটি ভালো।

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পরিদশর্ক মোহাম্মদ মাকসুদ জানান, পযর্টকদের নিরাপত্তা দিতে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। এখন পযর্ন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবাই সুন্দরভাবে রাঙামাটি শহর ঘুরছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে