logo
শনিবার ২৩ মার্চ, ২০১৯, ৯ চৈত্র ১৪২৫

  নোয়াখালী প্রতিনিধি   ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০  

নতুন বাড়ি পেলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার

নতুন বাড়ি পেলেন বীরশ্রেষ্ঠ  রুহুল আমিনের পরিবার
নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে বাড়ি হস্তান্তর করেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার এম আবু আশরাফ Ñযাযাদি
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারকে নৌবাহিনীর পক্ষ থেকে নতুন বাড়ি করে দেয়া হয়েছে। নৌবাহিনীর নিজস্ব অথার্য়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নিমির্ত পঁাচ কক্ষবিশিষ্ট দালানঘরটি আসবাবপত্রে সজ্জিত করে দেয়া হয়।

শুক্রবার সকালে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলীকে বাড়ির চাবি হস্তান্তর করেন।

এ সময় নোয়াখালী জেলা পরিষদের প্রধান নিবার্হী কমর্কতার্ ড. মো. মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আবু ইউছুফ, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা নিবার্হী কমর্কতার্ টিনা পালসহ নৌবাহিনী ও প্রশাসনের বিভিন্ন পযাের্য়র কমর্কতার্ উপস্থিত ছিলেন।

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের জন্ম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রুহুল আমিন নগরে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে যুদ্ধজাহাজ পলাশে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পরিবার নিয়ে থাকতেন ১৯৮৫ সালে নৌবাহিনী কতৃর্ক নিমির্ত একটি ঘরে। পুরনো ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে অনেক দিন থেকে। বিষয়টি নজরে আসার পর নৌবাহিনীর পক্ষ থেকে পুরনো ঘরটির স্থলে ১৬৮০ বগর্ফুটের নতুন দালানঘর করে দেয়া হয়। নতুন ঘর পেয়ে ভীষণ খুশি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের সদস্যরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে