শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১২ জুলাই ২০১৮, ০০:০০

মতবিনিময়

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

পাবর্ত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডারের বিদায়বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বিজিবি জোন সদরের সৈনিক ম্যাচ মিলনায়তনে নবাগত জোন কমান্ডার আসাদুজ্জামান ও বিদায়ী অধিনায়ক লে. কনের্ল আনোয়ারুল আযীমের বিদায়বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী প্রমুখ।

অবহিতকরণ সভা

বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা বারহাট্টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক পরিকল্পনা ও অবহিতকরণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কমর্কতার্ (ভারপ্রাপ্ত) ডা. বিমল বরণ ধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু প্রমুখ।

কমর্শালা

পাবনা প্রতিনিধি

আগামী শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) সফলের জন্য পাবনায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সাজর্ন কাযার্লয়ের সম্মেলন কক্ষে এ কমর্শালা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সাজর্ন ডা. তাহাজ্জেল হোসেন, জেলা ইপিআই সুপারিনটেন্ড রবিউল ইসলাম, সাংবাদিক আব্দুল মতিন খান প্রমুখ বক্তব্য দেন।

উদ্বোধন

তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর তানোর উপজেলার মুÐুমালা মহিলা ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ কতৃর্পক্ষের আয়োজনে কলেজ চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মহিলা ডিগ্রি কলেজের গভনির্ং বডির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শওকাত আলী, শিক্ষা অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধন

নাটোর প্রতিনিধি

নাটোরের দুটি স্থানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শহরের দিঘাপতিয়ায় নাটোর-বগুড়া মহাসড়কের সংযোগস্থলে এবং শহরের বনবলেঘড়িয়া বাইপাসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা পরিষদের প্রধান নিবার্হী কমর্কতার্ এনামুল হক, সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা প্রশাসক কাযার্লয়ের গেট নিমাের্ণর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক খাইরুল হাসান, পুলিশ সুপার আনিছুর রহমানসহ সরকারি কমর্কতার্-কমর্চারীরা উপস্থিত ছিলেন। ১০ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসক কাযার্লয় এ কাজ বাস্তবায়ন করছেন।

বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বনপাড়া পৌরসভায় স্থায়ীভাবে বসবাসরত মৎস্যজীবীদের পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এতে প্রধান অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন নিবাির্চত মৎস্যজীবীদের মধ্যে ওই চাল বিতরণ করেন। পৌর মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব রেজাউল করিম, হিসাবরক্ষণ কমর্কতার্ দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, কাউন্সিলর মাসুদ রানা, আশরাফুল ইসলাম মিঠু, আশরাফুল আলম, শরিফুন্নেসা শিরিন প্রমুখ।

কমর্শালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কমর্শালা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কমর্কতার্ কাযার্লয়ের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমর্শালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভঁ‚ইয়া। উপজেলা নিবার্হী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. ইয়াকুব আলী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা থানার এসআই মো. বেলাল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।

উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

সেতাবগঞ্জ ঐতিহাসিক বড় মাঠে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনাের্মন্ট-২০১৮ উদ্বোধন করা হয়েছে। সেতাবগঞ্জ পৌরসভা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার কাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. সারওয়ার মোশের্দ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আনোয়ার চৌধুরী। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বরুণ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষাথীের্দর মধ্যে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ উপস্থিত থেকে এই টাকা ও গাড়ি তাদের হাতে তুলে দেন। কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) যাদব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, শাহনাজ পারভীন, উপজেলা যুব উন্নয়ন কমর্কতার্ মিজানুর রহমান প্রমুখ।

উদ্বোধন

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুুরের শিবচরে রিজিয়া বেগম মহিলা কলেজের চারতলা ভবন ও শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের তিনতলায় নবনিমির্ত মিলনায়তন ভবনসহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার এগুলো উদ্বোধন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পকির্ত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটনসহ ৯ সংসদ সদস্য। এতে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী।

অবহিতকরণ সভা

পূবর্ধলা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার পূবর্ধলায় মঙ্গলবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড পালন উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প. প. কমর্কতার্ ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার নমিতা দে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কমর্কতার্ ডা. মো. জান্নাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজু মিয়া আকন্দ, পূবর্ধলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল আলম শাহীন, স্বাস্থ্য পরিদশর্ক নিরঞ্জন কুমার ভাদুড়ী, স্যানিটারি ইন্সপেক্টর মো. হাশিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি

বাঙালি শিক্ষা জাগরণের অগ্রদূত, ফরিদপুরের গৌরব পুরুষ নবাব আবদুল লতিফের ১২৫তম মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ার হলে নবাব আব্দুল লতিফের জীবনাদশর্ ও কমের্র ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. এম শমসের আলী, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, চতুলে ইউপির চেয়ারম্যান শরীফ শহিদুজ্জামান লিটু প্রমুখ।

চেক বিতরণ

রামগঞ্জ (ল²ীপুর) সংবাদদাতা

ল²ীপুরের রামগঞ্জ উপজেলা ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মঙ্গলবার ৪৯ দুস্থ পরিবারে ৭০ ভান টিন ও তিন হাজার টাকার চেক করে বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. বোরহান উদ্দিনের সাবির্ক তত্ত¡াবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ইউএনও মো. আবু ইউসুফ, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব ও মেম্বাররা।

মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সদর দপ্তর, জেলা ও উপজেলা পযাের্য় হাইকোটর্ ও সুপ্রিম কোটের্র রায়প্রাপ্ত এবং আইন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে ৩ হাজার ৮২৩ কমর্কতার্-কমর্চারীর চাকরি আত্মীকরণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কমর্সূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের জেলা এলজিইডি কাযার্লয়ের সামনে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন এলজিইডি ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মখলেছুর রহমান গোলাপ, সফিকুল ইসলাম, সাইদুর রহমান, রাশেদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3129 and publish = 1 order by id desc limit 3' at line 1