শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক অসন্তোষ

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
  ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২

নাটোরের নথর্ বেঙ্গল সুগার মিলের ৮টি কৃষি খামারের শ্রমিকদের মুজুরি বৃদ্ধির দাবিতে দীঘির্দন থেকে চলমান আন্দোলনের ফসল হিসেবে নতুন মুজুরি নিধার্রণ করা হলেও আবারও নতুনভাবে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খামার শ্রমিকদের মজুরি দৈনিক ৫০ টাকা হারে বৃদ্ধি করা হলেও তা স্থানীয় গ্রাম গঞ্জের সাধারন শ্রমিক ও সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরির তুলনায় অনেক কম। ফলে তাদের দৈনিক মুজুরি বৃদ্ধি করে পুননির্ধার্রণের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শ্রমিকরা। মঙ্গলবার সকালে বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণা কৃষি খামারে এক মানববন্ধন কমর্সূচি পালন করেছে শ্রমিকরা। এর আগে সোমবার আটটি কৃষি খামারের দৈনিক শ্রমিক ঐক্য কমিটির পক্ষ থেকে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ১৫ দিনের আলটিমেটাম দিয়ে একই দাবি জানিয়ে আবেদন করা হয়। আন্দোলনকারী আট খামার হলোÑ লোকমাপুর কৃষ্ণা কৃষি খামার, নন্দা কৃষি খামার, বড়াল কৃষি খামার, ভবানীপুর কৃষি খামার, মুলাডুলি কৃষি খামার, নরেন্দ্রপুর কৃষি খামার, গোবিন্দপুর কৃষি খামার ও বীজ বধর্ন কৃষি খামার। নথর্ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ঐক্য কমিটির সাধারণ সম্পাদক ডবিøউ শামসুল আলম বিপ্লব বিষয়টি নিশ্চিদত করে জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে কৃষিকাজে কমর্রত শ্রমিকদরে মুজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ঘোষিত সবির্ন¤œ মুজুরি প্রদানের দাবি করা হয়েছে। এ ব্যাপারে নথর্ বেঙ্গল সুগার মিলের জিএম (খামার) কৃষিবিদ ইমতিয়াজ হোসেন বলেন, কপোের্রশন আথির্ক সংকটের মধ্যে রয়েছে। এরই মধ্যে শ্রমিকদের একবার মজুরি বৃদ্ধি করা হয়েছে। আগামী বছরে আবারও মজুরি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে