logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  পাবনা প্রতিনিধি   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নতুন কমিটি

পাবনায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কাযর্করী পরিষদ গঠন করা হয়েছে। জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু সভাপতি ও ড. নরেশ মধুকে সাধারণ সম্পাদক নিবাির্চত করে ২৩ সদস্যের পরিষদ গঠন করা হয়। বুধবার রাতে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে পরিষদের সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য এই কমিটি নিবার্চন করা হয়।

এ ছাড়া ড. রাম দুলাল ভৌমিক, ফরিদুল ইসলাম খোকন ও আখতারুজ্জামান আখতার সহ-সভাপতি, ড. হাবিুল্লাহ অথর্সম্পাদক, সরোওয়ার মোশের্দ উল্লাস সাংগঠনিক সম্পাদক, শিশির ইসলাম দপ্তর সম্পাদক। কাযর্করী সদস্য হলেনÑ প্রলয় চাকী, অঁাখিনুর ইসলাম রেমন, আবুল কাশেম প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে