শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৯ জুলাই ২০২০, ০০:০০

স্মারকলিপি প্রদান

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে কমলা কান্ত কানু হত্যার ন্যায় বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার নৌপরিবহণ প্রতিমন্ত্রী বরাবরে ইউএনওর মাধ্যমে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও জিনাত রহমান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জয়কুড় গ্রামে জমির বিরোধে কমলা কান্ত কানুকে ২০১২ সালের ৪ জুলাই হত্যা করে।

মৃতু্য ১

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাজী গনি মিয়া (৮০) নামের আরও একজন মৃতু্যবরণ করেছেন। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়ার বাসিন্দা। মঙ্গলবার সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কৈতক ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাক্তার মোজাহারুল ইসলাম।

বৃক্ষরোপণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। কৃষিবিদ নাছরুল মিলস্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, ডা. শাহরিয়ার শামিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায় প্রমুখ।

মানববন্ধন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ক্রিকেট খেলায় জেতা টাকা জোরপূর্বক আদায়ে ব্যর্থ হয়ে কলেজছাত্র আলামিন (২২) ও তার বন্ধু আলমাছকে (২৩) কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অস্ত্র উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বীর-নোয়াকান্দি এলাকায় তলস্নাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার পৌরসভার বীর-নোয়াকান্দি, ভোগপাড়ার নয়াপাড়া এলাকায় অভিযান চালায় কটিয়াদী মডেল থানার পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র দা, ধারালো চাকু, বলস্নম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলস্নাশি চালিয়ে দেশীয় অস্ত্র পাওয়া যায়। তবে কাউকে আটক করা হয়নি।

চেক প্রদান

দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নির্দেশে কুমিলস্নার দেবিদ্বার উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৬ শিক্ষককে অনুদানের অর্থের চেক মঙ্গলবার উপজেলা হলরুমে বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও রাকিব হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী।

গৃহবধূর মৃতু্য

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে কুলসুম বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃতু্য হয়েছে। বুধবার নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি পৌর এলাকার রাজনগরের ইসমাইল হোসেন খোকনের স্ত্রী কুলসুম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। পঞ্চগড় সদর ইউএনও গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হবে।

মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলে মাদক বিক্রি না করায় গৃহবধূ আঁখি আক্তারের চোখ উপড়ে ফেলার ঘটনায় স্বামী ফারুক হোসাইনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার কালিহাতী উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, তাসলিমা বেগম, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার, ফারুক চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি কলেজ মাস্টার্স ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখা। বুধবার রায়গঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক রউফ সরকার শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রভাষক আতাউর রহমান, লাবনী পারভীন প্রমুখ।

চারা বিতরণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাপ্তাই উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ চত্বরে ১৪২ পাড়া কেন্দ্রে ২৫ করে চারা বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুল হক। উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার নাজনীন, সাংবাদিক ঝুলন দত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105248 and publish = 1 order by id desc limit 3' at line 1